হাওড়া, 15 সেপ্টেম্বর: পুজোর আগে রাজ্যবাসীর জন্য সুখবর ৷ রবিবার হাওড়া থেকে যাত্রা শুরু করল আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস । এরই মাধ্যমে মোট সাতটি বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা ৷ এ দিন সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসগুলির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই উপলক্ষে হাওড়া স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ৷ এছাড়াও ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ।
বাজেট অধিবেশনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ইন্টার সিটি বন্দে ভারত পরিষেবা চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল ভারতীয় রেল ৷ একটি বিবৃতিতে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এক রাজ্য থেকে অন্য রাজ্যে দ্রুত যাতায়াতের জন্য এবং যাত্রীদের সুবিধার জন্য রেল সবসময় তৎপর রয়েছে ৷ তাই বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ট্রেন পরিষেবা দেওয়ার মাধ্যমে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত মানের করার জন্য ভারতীয় রেল পদ্ধপরিকর ৷ আর এই সুবিধাকে আরও বাড়াতে চালু হতে চলেছে আন্তঃরাজ্য বন্দে ভারত পরিষেবা ।
সেই কথা অনুযায়ী আরও তিন জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল হাওড়া ৷ যার মধ্যে রয়েছে হাওড়া-রৌরকেল্লা, 22303/22304 হাওড়া-গয়া এবং 22309 /22310 হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ৷ এই তিনটি ছাড়াও দেওঘর থেকে বারাণসী বন্দে ভারত একইসঙ্গে চালু হল রবিবার ।