কলকাতা, 6 মার্চ: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান দেশের প্রথম নদীর নীচে মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে বুধবার রুবি-গড়িয়া এবং তারাতলা-মাঝেরহাট আরও দু'টি মেট্রো রুটেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি বুধবার এসপ্ল্যানেড থেকেই পুনে এবং উত্তর প্রদেশের একাধিক মেট্রো রুটেরও উদ্বোধন করেন মোদি ৷ সবকটি রুটের উদ্বোধনের পর এদিন ধর্মতলা থেকে গঙ্গার নীচ দিয়ে মোট্রো সফরেও সামিল হলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সঙ্গে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরাও সেই মেট্রোয় গঙ্গার নীচ দিয়ে যাত্রা করে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একঝলক দেখার জন্য এদিন সকাল থেকেই ভিড় জমেছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখে জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপরই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে চলে আসেন মোদি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর স্কুলপড়ুয়াদের সঙ্গে মেট্রোয় সফরও করেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে স্কুলপড়ুয়াদের সঙ্গে হালকা চালে খোশমেজাজে আলাপচারিতা গল্পে মেতে উঠতে দেখা গেল প্রদানমন্ত্রীকে ৷ মেট্রো আধিকারিকদের সঙ্গেও বেশ কিছু কথাও বলেন তিনি ৷