নয়াদিল্লি:তরুণদের জন্য প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম 2024 (PMIS) ঘোষণা করেছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA) ৷ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেই আপনিও এই স্কিমের সুযোগ নিতে পারেন ৷
2024-25 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পটি 2024-25 আর্থিক বছরের জন্য একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে ৷ যার লক্ষ্যমাত্রা 1.25 লক্ষ তরুণকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া। প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ প্রকল্পের লক্ষ্য হল অভিজ্ঞতা সঞ্চয় করে কর্মসংস্থান বাড়ানো এবং বিশ্বের দরবারে তরুণদের আরও বেশি করে সুযোগ করে দেওয়া ৷
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ অথবা স্নাতক পড়াশোনা করা তরুণ-তরুণীরা এই স্কিমের সুযোগ নিতে পারেন ৷ এছাড়াও আইটিআই গ্রাজুয়েট, পলিটেকনিক ডিপ্লোমাধারীরাও এই স্কিমে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারেন।
পিএম ইন্টার্নশিপ স্কিম 2024
12 অক্টোবর, 2024 থেকে PMIS 2024 আবেদনগুলি নেওয়া শুরু করেছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA) ৷ ইন্টার্নশিপগুলি 2 ডিসেম্বর, 2024 থেকে শুরু হবে ৷ সরকার অনুমোদিত 500টি কোম্পানিতে এই ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে ৷
পিএম ইন্টার্নশিপ কী ?
পিএম ইন্টার্নশিপ স্কিম 2024 হল ভারত সরকারের একটি উদ্যোগ যা বিভিন্ন ডিগ্রিধারীদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করে। এটি তরুণ-তরুণীদের অনেক ক্ষেত্রে দক্ষতা ও পেশাদার অভিজ্ঞতা বিকাশের অনুমতি দেয়। PMIS-এই স্কিমে দেশের শীর্ষস্থানীয় 500টি কোম্পানিতে 5 বছরে 10 মিলিয়ন যুবক-যুবতীকে 12 মাসের ইন্টার্নশিপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইন্টার্নশিপের সময় প্রতি মাসে 5 হাজার টাকা ভাতা
বড় কোম্পানিতে কাজ শেখার পাশাপাশি প্রতি মাসে ভাতাও পাবেন ইন্টার্নরা ৷ মাসে 5 হাজার টাকা করে পাবেন। এর মধ্যে সাড়ে 4 হাজার টাকা দেবে কেন্দ্র। আর 500 টাকা দেবে সংশ্লিষ্ট কোম্পানি। এছাড়া এককালীন 6 হাজার টাকা দেওয়া হবে ইন্টার্নদের।
বয়স: এই স্কিমে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 24 বছরের মধ্যে ৷
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক (দশম শ্রেণি) পাস হতে হবে।
ডিগ্রি কোর্সের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ইউজিসি বা এআইসিটিই দ্বারা অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
ITI কোর্সের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ম্যাট্রিকুলেশন পরীক্ষা শেষ করতে হবে এবং NCVT/SCVT দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক ট্রেডে একটি ITI শেষ করতে হবে। আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং একটি AICTE-অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক শৃঙ্খলায় ডিপ্লোমা অর্জন করতে হবে।