ফুরফুরা, 12 ডিসেম্বর: সংবাদমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে ভারত দখলের হুঁশিয়ারি ক্রমেই দিয়ে চলেছে বাংলাদেশের এক অংশের মানুষ। যা নিয়ে এপার বাংলাতেও উঠেছে প্রতিবাদের ঝড় ৷ এবার মুখ খুললেন পীরজাদা ত্বহা সিদ্দিকী ৷ পাল্টা কড়া আক্রমণ শানিয়েছেন ত্বহা ৷
কয়েক মাস ধরেই অশান্ত বাংলাদেশ। সেই অশান্তির আগুনে ভারতকেও টানতে চাইছে প্রতিবেশী দেশের একাংশের মানুষ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার সঙ্গেই কলকাতা-সহ ভারতের বেশ কিছু রাজ্য দখলের ডাক দিয়েছেন সেখানকার বিভিন্ন রাজনৈতিক নেতারা।যেভাবে ভারতকে আক্রমণ করছে তার জন্যই এবার মুখ খুলেছেন ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী। কড়া বার্তা দিয়ে তিনি বলেন, "বাংলাদেশ , পাকিস্তান কেন, যে কেউ যদি বলে তারা ভারতবর্ষ দখল করবে, তারা স্বপ্ন দেখছে। তারা যে হাত দিয়ে এক মুঠো মাটি নিতে আসবে সে হাত কেটে দেব।"
বুধবার পীরজাদা ফুরফুরার মাজার থেকে বলেন, "আমরা ইংরেজকে তাড়িয়ে দেশ স্বাধীন করেছি। আমরা ভারতবাসী। এই দেশ ভারতবাসীর দেশ। এই দেশকে যদি কোনও দেশ হামলা করে তার জবাব আমরা দেব। কিছু লোক বলছে বলছে ভারত দখল করে নেব। এরা সব ফোচকে । আমাদের কেন্দ্রীয় সরকার কী করছে, আমরা সেদিকে লক্ষ্য রেখেছি। আর আমাদের বাংলার অভিভাবিকা কী করছেন, কী বলছেন, সে দিকেও আমরা লক্ষ্য রেখেছি।ভারতের সরষের মতো কোন জায়গা অন্য কোনও দেশকে দিতে দেবে না।"
ত্বহা সিদ্দিকী আরও বলেন, "ওখানে কিছু সমাজ বিরোধী আছে ৷ দেশদ্রোহী আছে ৷ এখানেও কিছু সমাজ বিরোধী ও দেশদ্রোহী আছে, এরাই সব ভারত ও বাংলাদেশকে নিয়ে হই-হই করার চেষ্টা করছে। এটা সাধারন মানুষ বুঝে গিয়েছে। আর ভারতবর্ষের কিছু রাজনীতি লোক ঘোলা জলে মাছ ধরছে।আর বাংলাদেশেরও কিছু অসৎ রাজনীতির লোক ঘোলা জলে মাছ ধরছে। যে যেখানেই মাছ ধরুক না কেন। ভারতের দিকে কেউ যদি আঙুল তোলে তা হলে তার আঙ্গুল কেটে নেব।"