পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মডেল বুথে থিম যামিনী রায়, বাঁকুড়ার ভোটকেন্দ্র সাজল জেলার কৃতী সন্তানের শিল্পকর্মে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Pink Booth in Bankura: ভোটারদের বাড়তি উৎসাহ করতে আলাদ করে সাজানো হয়েছে বুথ কেন্দ্র ৷ এবার সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্রগুলিকে কমিশন নাম দিয়েছে পিঙ্ক বুথ ৷ পিঙ্ক বুথ অর্থাৎ "অল-ওমেন ম্যানেজড পোলিং স্টেশন"। এই বুথে কেন্দ্রীয় বাহিনী থেকে ভোটকর্মী, সবাই মহিলা। এর পাশাপাশি এই বুথের অভিনবত্ব হল প্রখ্যাত শিল্পী যামিনী রায়ের শিল্পকর্ম ৷

Pink Booth in Bankura
যামিনী রায়ের শিল্পকর্মে সাজানো ভোটগ্রহণ কেন্দ্র (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 10:20 AM IST

বাঁকুড়া, 25 মে: প্রখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের শিল্পকর্মে সেজে উঠেছে বাঁকুড়ার বিকনা কেপিএস বিদ্যাপীঠের ভোটগ্রহণ কেন্দ্র ৷ এই জেলার বিশ্ববন্দিত শিল্পীর শিল্পকর্ম শোভা পাচ্ছে সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পিঙ্ক বুথে ৷ ভোটাররা লাইনে দাঁড়িয়ে বলছেন, "যেন অনুষ্ঠান ভবনে চলে এসেছি।" যথা সময় ষষ্ঠ দফায় শুরু হয়েছে বাঁকুড়া লোকসভায় ভোটগ্রহণ।

যামিনী রায়ের শিল্পকর্মে সাজানো ভোটগ্রহণ কেন্দ্র (ইটিভি ভারত)

বিশ্বের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবকে মানুষের হৃদয়ে গেঁথে রাখনে প্রথম থেকেই একাধিক অভিনব উদ্যোগ নিতে দেখা গিয়েছে নির্বাচন কমিশনকে ৷ ষষ্ঠ দফায় দেশের পাশাপাশি রাজ্যের 8টি লোকসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ। তার মধ্যে অন্যতম শিল্পের বাঁকুড়া লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের বিকনা কেপিএস বিদ্যাপীঠকে পিঙ্ক বুথ হিসাবে গড়ে তোলা হয়েছে ৷ অর্থাৎ, সম্পূর্ণ মহিলা পরিচালিত এই বুথ ৷ তবে বুথটির অভিনবত্ব হল প্রখ্যাত শিল্পী যামিনী রায়ের শিল্পকর্মে সাজিয়ে তোলা হয়েছে ।

আরও পড়ুন:ভোটারদের উৎসাহিত করতে 'পিঙ্ক বুথ' নির্বাচন কমিশনের

এই জেলার বেলিয়াতোড়েরই বাসিন্দা ছিলেন যামিনী রায় ৷ যিনি লোক পটচিত্রকে বিশ্বের দরবারে সমাদৃত করেছেন ৷ সেই বিশ্ববন্দিত শিল্পীর শিল্পকর্মে সমগ্র ভোটগ্রহণ কেন্দ্র সেজে উঠেছে। তাই ভোট দিতে বাড়তি উৎসাহ পাচ্ছেন ভোটাররা ৷ তাঁরা জানাচ্ছেন, ভোট দিতে নয়, যেন অনুষ্ঠান বাড়িতে এসে পৌঁছেছেন ৷ তার উপর যামিনী রায়ের শিল্পকর্মে ভরা ভোটগ্রহণ কেন্দ্র আরও বেশি আপ্লুত করেছে ভোটারদের ৷ মহিলা পুলিশ কর্মী-সহ মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে সকাল থেকেই এই মডেল বুথের চলছে ভোটগ্রহণ।

প্রসঙ্গত, শুরু হয়েছে ষষ্ঠ দফায় বাঁকুড়া লোকসভায় ভোটগ্রহণ। 13 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 17 লক্ষ 540 জন ভোটার ৷ লোকসভার 1 হাজার 945টি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে শুরু করেছেন। নির্বিঘ্নে ভোট পরিচালনা করার জন্য এই লোকসভায় 91 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া, 21টি ফ্লাইং স্কোয়ার্ড বা কুইক রেসপন্স টিম রয়েছে। 7 হাজার 780 জন ভোট কর্মী রয়েছেন ভোটগ্রহণ প্রক্রিয়ায়।

আরও পড়ুন:ধীর গতিতে চলল ভোট, ভিড়ে অসুস্থ একাধিক; পিঙ্ক বুথ নিয়ে ক্ষোভ ভোটারদের

ABOUT THE AUTHOR

...view details