নদিয়া, 29 জুলাই:ভাটপাড়ার পর এবার কৃষ্ণনগর ৷পিস্তল হাতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে ৷ ভিডিয়ো ভাইরাল হতেই অস্বস্তিতে দল। ভিডিওতে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ- কোথাও বসে আছেন ৷ তাঁর হাতে পিস্তল। ভাট পাড়ার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে কৃষ্ণনগরে। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে । সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো ও ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
যাঁকে ঘিরে এই বিতর্ক সেই কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ বলেন, "যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেটাতে আমি নেই। বোঝাই যাচ্ছে এটা পুরোটাই বিরোধীদের ষড়যন্ত্র। যে বা যারা এই ভিডিওটি ভাইরাল করে আমার নামে দোষারোপ করার চেষ্টা করছে আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।"
অন্যদিকে, ইমরান শেখের পাশে দাঁড়িয়েছেন নদীয়া জেলা উত্তরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল। তিনি বলেন, " এটা পুরোটাই বিজেপি চক্রান্ত। ভিডিয়োতে যাঁকে দেখা গিয়েছে সেটা আমাদের শহর সভাপতি ইমরান শেখ নয়। পিস্তলটি আসল কি না সেটাও দেখতে হবে । এখন নানা জায়গায় এই ধরনের খেলনা পিস্তল পাওয়া যাচ্ছে । আর যিনি এই ভিডিয়োটি ভাইরাল করেছেন তিনি বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী ৷ আইনজীবীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি বিষয়টি নিয়ে আমরা আইনত ব্যবস্থা নেব ।"