কলকাতা, 1 জুলাই: লোকসভা নির্বাচনের আগে দাম কমেছিল পেট্রল-ডিজেল থেকে রান্নার গ্যাসের ৷ তবে সোমবার থেকে সারা দেশে না হলেও জ্বালানির দাম বাড়ল কলকাতায় ৷ লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে 1 টাকা 1 পয়সা ৷ ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি 1 টাকা ৷ নতুন দাম কার্যকর হয়েছে রবিবার রাত 12টা অর্থাৎ 1 জুলাই থেকে ৷
কলকাতায় এতদিন এক লিটার পেট্রলের দাম ছিল 103 টাকা 94 পয়সা। সোমবার থেকে 1 টাকা 1 পয়সা বেড়ে হল 104 টাকা 95 পয়সা। পাশপাশি প্রতি লিটার ডিজেলের দাম ছিল 90 টাকা 76 পয়সা। এক টাকা বেড়ে ডিজেলের নতুন 91 টাকা 76 পয়সা।
এক মাস আগে প্রকাশ হয়েছে লোকসভা ভোটার ফলাফল। ভোটের মুখেই কয়েক দফায় কমেছিল পেট্রল, ডিজেলের দাম। তবে মাস খানেকের মধ্যেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যে মধ্যিত্তের কপালে ভাঁজ ফেলবে, তা বলার অপেক্ষা রাখে না । তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়াতে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কাও তৈরি হল বলেই মনে করছেন আমজনতা।
এদিন কলকাতায় পেট্রেল ডিজলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গেই ওয়েস্ট বেঙ্গাল পেট্রলপাম্প ডিলারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন জানান, এতদিন রাজ্যে পেট্রেল-ডিজলের সেলট্যাক্সে (সেস) ছাড় ছিল ৷ সেই ছাড় তুলে নেওয়ার জেরে দাম বেড়েছে জ্বালানির ৷ তবে ইতিমধ্যে ডিলারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবার আবেদন করা হয়েছে ছাড় দেওয়ার জন্য ৷ রাজ্য সরকার অনুমোদন করলে আবারও দাম কমবে ৷