পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের মেট্রোর সামনে ঝাঁপ ! রবি বিকেলে নাজেহাল যাত্রীরা - MAN JUMPS IN FRONT OF METRO

ঘটনার জেরে দমদম ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝে 45 মিনিট বন্ধ থাকে পরিষেবা ৷ আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে ৷

MAN JUMPS IN FRONT OF METRO
শোভাবাজার সুতানুটি স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ এক ব্যক্তির ৷ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : 10 hours ago

কলকাতা, 22 ডিসেম্বর: আবারও কলকাতা মেট্রোর ব্লু লাইনে ঝাঁপ ৷ এবার শোভাবাজার সুতানুটি স্টেশনের ডাউন লাইনে ৷ জানা গিয়েছে, রবিবার বিকেলে 4টে 15 মিনিট নাগাদ ডাউন লাইনে কবি সুভাষগামী মেট্রো ঢোকার সময় লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি ৷ যার জেরে প্রায় 45 মিনিট ব্যাহত হয় ডাউন লাইনের মেট্রো পরিষেবা ৷

কবি সুভাষগামী ট্রেন শোভাবাজার স্টেশনে ঢোকার সময়ই ওই ব্যক্তি ঝাঁপ দেন ৷ বিষয়টি নজরে আসতেই চালক দ্রুত ব্রেক কষেন ৷ ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষ ও আরপিএফের তরফে ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু হয় ৷ পাওয়ার ব্লক করে ওই ব্যক্তিকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

এই ঘটনায় ডাউন লাইনে দমদম থেকে সেন্ট্রাল স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে ৷ তবে, এই সময়ের মধ্যে সেন্ট্রাল থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চালানো হয় ৷ আপ লাইনে অর্থাৎ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল ৷ গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধারের পর, আবারও ডাউন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৷ এরপর বিকেল পাঁচটা নাগাদ পরিষেবা শুরু করা হয় ৷

মেট্রো পরিষেবা শুরু হলেও, তা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় পেরিয়ে যায় ৷ মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনায় নাজেহাল হন যাত্রীরা ৷ শীতে উৎসবের মরশুমে রবিবারের বিকেলে বহু মানুষ ঘুরতে, শপিং করতে বা সিনেমা দেখতে বেরন ৷ এই পরিস্থিতিতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে ৷ উল্লেখ্য, এর আগে গত 11 ডিসেম্বর এসপ্লানেড স্টেশনেও আপ লাইনে এক যুবক মেট্রোর সামনে ঝাঁপ দেন ৷ সেই ঘটনাতেও মেট্রো পরিষেবা প্রায় ঘণ্টাখানেক ব্যাহত হয় ৷

ABOUT THE AUTHOR

...view details