পশ্চিমবঙ্গ

west bengal

এক টিকিটেই খুলল ভাগ্য! কোটিপতি হয়ে, 'ও পুলিশ আমায় বাঁচাও' বলছেন, রাজকুমার - Man Wins Crore in Lottery

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 10:01 PM IST

Man Wins Crore in Lottery in South 24 Pgs: নাম রাজকুমার ৷ তিনি রাজার কুমার নন ৷ তবে, তাঁর সঙ্গে যা হল তাঁকে এবার 'রাজার বেটা' বলে ডাকতে হবে বইকি ৷ এক টিকিটেই কোটিপতি এখন কুলতলির রাজকুমার ৷ যদি কেউ সেটাকা নিয়ে নেন, তাই ছুটলেন একেবারে থানায় ৷ বললেন, 'দারোগাবাবু আমায় বাঁচান...প্লিজ' ৷

Man Wins Lottery in South 24 Pgs
এক টিকিটেই খুলল ভাগ্য রাজকুমারের (ইটিভি ভারত)

কুলতলি, 10 অগস্ট: "বাজার করে বাড়ি ফেরার পথে মনে হল একটি টিকিট কেটে নিয়ে বাড়ি যাই! কিন্তু রাতারাতি সেই টিকিটই ভাগ্য খুলে দেবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি", বললেন কুলতলির দেউল বাড়ির বাসিন্দা রাজকুমার সর্দার।

এক টিকিটেই ভাগ্য খুলল রাজকুমারের (ইটিভি ভারত)

শুক্রবার কুলতলির বাসিন্দা রাজকুমার জামতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন ৷ তখন তাঁর মনে হয়, একটি টিকিট কাটলে কেমন হয় ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ তখনই বাজারের দেবপ্রসাদ হালদার নামে এক টিকিট বিক্রেতার কাছ থেকে 200 টাকার টিকিট কিনে বাড়ি আসেন ৷ এরপর শনিবার সকালে যখন সেই টিকিটের ফলাফল মোবাইলে দেখেন তখন চক্ষুচড়ক গাছ হয়ে যায় রাজকুমারের ৷ দেখেন, এক রাতের মধ্যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন।

কিন্তু এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৷ কোটিপতি রাজকুমার নিরাপত্তার কথা ভেবে কুলতলি থানার দ্বারস্থ হন ৷ পুলিশ রাজকুমারের আবেদনে সাড়া দিয়ে, রাজকুমারকে থানায় নিয়ে আসে ৷ অন্যদিকে, যিনি এই টিকিট বিক্রেতা, তাঁর কাছে এদিন ক্রেতাদের ভিড় উপচে পড়ছে ৷ রাজকুমার বলেন, "গতকাল বাজার থেকে বাড়ি ফেরার পথে আমি একটি টিকিট কাটি। প্রায় সময় আমি টিকিট কাটি, কিন্তু এত বড় দান কোনওদিন লাগেনি আমার ৷"

তিনি আরও বলেন, "ওই টিকিট কেটেই আমার ভাগ্য খুলে গিয়েছে। আমার ছোট-দরিদ্র পরিবারে হাসি ফুটেছে। কিন্তু আমার নিরাপত্তার কারণ নিয়ে কুলতলি থানাতে একটি আবেদন করি, সেই আবেদনে পুলিশ, আমাকে তাদের সঙ্গে যেতে বলে ৷ যতক্ষণ না পর্যন্ত আমি আমার টিকিট ভাঙিয়ে টাকাটা না-পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি থানায় আছি। কুলতলি থানার পুলিশ কার্যত নিরাপত্তা বলয়ের মধ্যে রাজকুমারকে রেখেছে।"

ABOUT THE AUTHOR

...view details