আসানসোলে এমন শান্তিপূর্ণ ভোট! বিরোধীরাও অবাক (ইটিভি ভারত) আসানসোল, 13 মে: এ যাবৎকালের এত শান্তিপূর্ণ ভোটদান প্রক্রিয়া চলছে আসানসোলে, তা দেখে বিরোধীরাও অবাক । সবাই এক বাক্যেই স্বীকার করছেন, দু-একটি খুব ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে নির্বিঘ্নে উৎসবের মেজাজে ভোট চলছে আসানসোলে ।
আসানসোল লোকসভা কেন্দ্র চিরকালই ভোটের দিন নজরে থাকে । এর আগে ভোটে বোমাবাজি, রক্তপাত, খুন, দলীয় অফিস ভাঙচুর থেকে শুরু করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, কতই না ঘটনার সাক্ষী আসানসোল । এমনকি গত পঞ্চায়েত নির্বাচনেও অভিযোগ উঠেছিল ভোট দিতে পারেননি ভোটাররা । বুথ দখল করে অবাধে জিতেছে তৃণমূল ।
আসানসোলে ভোটদান চলছে৷ (নিজস্ব চিত্র) সেই আসানসোলে এবার একেবারেই ব্যতিক্রমী চিত্র । সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দুপুর গড়ালেও কোনও বিরাট কিছু অভিযোগ উঠে এল না । এমনকি কোনও পোলিং এজেন্টকে মারধর কিংবা পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এমন অভিযোগও পাওয়া যায়নি । বোমাবাজি তো দূরের কথা একটি কালি পটকাও ফাটেনি আসানসোলে । এই শান্তিপূর্ণ ভোটের কথা স্বীকার করছেন খোদ বিরোধীরাও ।
বাম যুব সভানেত্রী তথা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "ভোট শান্তিপূর্ণ হচ্ছে এবং যেভাবে মানুষ ভোট দিচ্ছে তাতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেই মানুষ নিজের ভোট দান করছেন ।"
আসানসোলে ভোটদান চলছে৷ (নিজস্ব চিত্র) অন্যদিকে ভোটের দিনে আসানসোলে একটি হোটেলে কন্ট্রোল রুম করে বিভিন্ন বুথের খবর নিচ্ছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া । কম্পিউটারে 30 জন আইটি সেক্টরের দক্ষ ছেলে-মেয়ে বসে প্রতিমুহূর্তের খবর আপডেট নিচ্ছেন । রয়েছে কুইক রেসপন্স টিম । যাতে কোথাও কোনও অশান্তির খবর এলেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছানো যায় ৷ কিন্তু বেলা 1টা পর্যন্ত সেখানে বিরাট বড় কোনও বিক্ষিপ্ত অশান্তির খবর কিছুই আসেনি ।
স্বয়ং বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া স্বীকার করেছেন, "যা ঘটেছে, খুবই ছোটখাটো দুই একটি ঘটনা ঘটেছে । বড় ধরনের কোনও ঘটনা কোনও অশান্তির খবর এখনও পর্যন্ত নেই ।" অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক দাবি করেছেন, "আসানসোলে কোনও অশান্তির খবর নেই । তবে এখনও অনেকটা সময় বাকি আছে । তাই সেদিকেও তিনি নজর রেখেছেন ।"
সাধারণ মানুষও বলছেন, এ যাবৎকালের অন্যতম শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলছে আসানসোলে । তাঁরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন এমন সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ।
আরও পড়ুন:
- মন্তেশ্বরে দিলীপের গাড়ির সামনে বিক্ষোভ, বহরমপুরে অধীরের কনভয় আটকাল পুলিশ
- ভোটারদের উৎসাহিত করতে 'পিঙ্ক বুথ' নির্বাচন কমিশনের
- বিজেপি কর্মীদের বেধড়ক মারে অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে উত্তাল দুর্গাপুর