কোচবিহার, 29 জুলাই: এক সপ্তাহ ধরে বিকল হয়ে রয়েছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিন। ফলে চরম সমস্যায় পড়েছেন রোগীরা। বাইরে থেকে টাকা খরচ করে এক্স রে করাতে হচ্ছে বলেও অভিযোগ রোগীর পরিজনদের লোকেদের। এই অবস্থায় সংশ্লিষ্ট এজেন্সির কর্মীদের কড়া ভাষায় ভর্ৎসনা করলেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় ৷
সংশ্লিষ্ট এজেন্সিকে বারবার বলেও সমস্যা না মেটায় সোমবার মেডিক্যালে গিয়ে মেজাজ হারালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ৷ কড়া ভাষায় এজেন্সির দুই আধিকারিককে একদিনের সময়ও বেঁধে দেন তিনি। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে এক্স-রে মেশিন ঠিক করার কথাও বলেন। পরে পার্থপ্রতিম রায় বলেন, "রোগীদের সমস্যা হচ্ছে। বাইরে থেকে রোগীদের এক্স রে করাতে হচ্ছে। সেজন্য এজেন্সির আধিকারিকদের বলা হয়েছে 24 ঘণ্টার মধ্যে তাঁরা যেন সমস্যা মিটিয়ে দেন।"