পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এ বছরের মতো বন্ধ উৎসশ্রী পোর্টাল, সরব একাধিক শিক্ষক সংগঠন - UTSASHREE PORTAL CLOSED - UTSASHREE PORTAL CLOSED

Utsashree Portal Closing Notice: খোলার দু'দিন আগেই ফের পোর্টাল বন্ধের নোটিশ দিল রাজ্য সরকার ৷ শিক্ষক বদলির পোর্টাল উৎসশ্রী ফের বন্ধের বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ একাধিক শিক্ষক সংগঠন ৷

Utsashree Portal
উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকছে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 9:33 PM IST

কলকাতা, 28 জুন: আবারও বন্ধ হয়ে গেল শিক্ষক বদলির পোর্টাল । 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষক বদলির পোর্টাল উৎসশ্রী । শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দফতর । এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত বন্ধ থাকছে শিক্ষক বদলির এই পোর্টাল ।

কারণ হিসাবে শিক্ষা দফতর জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ প্রক্রিয়া চলছে । সেখানে এই শিক্ষক বদলি প্রক্রিয়া জারি থাকলে জটিলতা তৈরি হবে । সেই কারণে বন্ধ রাখা হয়েছে শিক্ষক বদলির পোর্টাল । এর আগে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল যে, 30 জুন পর্যন্ত এই পোর্টাল বন্ধ থাকবে ।

উৎসশ্রী পোর্টাল বন্ধের বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)

সেই হিসেব মতো আর দু'দিন পর উৎসশ্রী পোর্টাল চালু হয়ে যাওয়ার কথা । কিন্তু পোর্টাল চালুর দু'দিন আগে ফের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এই পোর্টাল । এই নিয়ে মোট পাঁচবার বন্ধ হয়ে গেল উৎসশ্রী পোর্টাল । বারবার পোর্টাল বন্ধ করে দেওয়ার কারণে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা । এই বিষয়ে একাধিকবার সরব হয়েছে শিক্ষক সংগঠনগুলো ।

এই বিষয়ে শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "বছরের পর বছর নিয়োগ বন্ধ করে রাখা হয়েছে । এদিকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিজের জেলায় বদলির জন্য উৎসশ্রী পোর্টালও দীর্ঘদিন বন্ধ । আমরা শিক্ষা দফতরের কাছে লিখিতভাবে দাবি তুলে ধরেছিলাম অন্তত আপস বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার চালু করা হোক । এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনও অসুবিধা হয় না । তবুও সেই দাবি অগ্রাহ্য করা হল । অনির্দিষ্ট কাল ধরে এ জিনিস চলতে পারে না । আমরা দাবি করছি অন্তত মিউচুয়াল ট্রান্সফার অবিলম্বে চালু করা হোক ।"

ABOUT THE AUTHOR

...view details