পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্তান জন্মের পর মায়ের মৃত্যু, চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ভাঙচুর - PATIENT DEATH

রাতে সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি ৷ সকালে শারীরিক অবস্থার অবনতি হয় ৷ চিকিৎসককে ডেকেও না আসায় মৃত্যুর অভিযোগ ৷

Murshidabad News
মৃতের বাবাকে নিয়ে যাচ্ছে পুলিশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 8:23 PM IST

Updated : Oct 8, 2024, 10:24 PM IST

ডোমকল, 8 অক্টোবর: প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে । মৃতের আত্মীয় পরিজনেরা এসে হাসপাতালে ভাঙচুর করে বলে অভিযোগ ৷

এই ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কাঠগড়ায় তুলেছেন মৃতের পরিবার ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

চিকিৎসকদের গাফিলতির অভিযোগে ভাঙচুর (ইটিভি ভারত)

মৃতের পরিবারে দাবি, আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকেই রোগীদের দিকে নজর দিচ্ছেন না ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা ৷ সেই কারণেই তাদের প্রসূতি মেয়ের মৃত্যু হয়েছে ৷ এদিন ভাঙচুরের খবর পেয়ে পুলিশ এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে মৃতের পরিবার ৷ তার জেরে আহত হয় বেশ কিছুজন । এই ঘটনায় মৃতের বাবাকে আটক করে ডোমকল থানার পুলিশ । মৃত প্রসূতির বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত বাবলাইবোনা গ্রামে ।

মৃতের বাবা, তাঁর মেয়ে দু'ঘণ্টা ধরে ছটফট করছিল ৷ কিন্তু ডাক্তারকে সে কথা জানানো হলেও আসেনি ৷ বলা হয়েছে, অত তাড়াতাড়ি আসতে পারবেন না ৷ দু'ঘণ্টার মধ্যে একজন ডাক্তারও এলেন না ৷ তার জেরেই প্রাণ গিয়েছে মেয়ের। আত্মীয় লালন শেখ জানান, সন্তান জন্মের পর সুস্থই ছিলেন তরুণী ৷ সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও বলেছেন ৷ তবে তাঁকে ঠিকমতো দেখেনি হাসপাতালের ডাক্তাররা ৷ চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁর ৷

এদিকে, মহাপঞ্চমীর দিন শহরজুড়ে পুজোর গন্ধ থাকলেও তার সঙ্গে রয়েছে আরজি করের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের স্বর । এই দিন থেকেই প্রতীকী অনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের সব মেডিক্যাল কলেজগুলিতে 12 ঘণ্টার রিলে প্রতীকী অনশন হয়েছে । তবে অনশন থাকলেও কাজ করে চলেছেন চিকিৎসকরা ।

Last Updated : Oct 8, 2024, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details