পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাত-পা কাটা অবস্থায় প্ল্যাটফর্মে পড়ে রইলেন বৃদ্ধ, ফিরে দেখল না কেউ; শেষে মৃত্যু - Malda Train Accident - MALDA TRAIN ACCIDENT

Train Accident: ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত এক বৃদ্ধা ৷ ঘণ্টা খানেক স্টেশনেই পড়ে কাতরালেন ৷ একটু জলের আর্তি জানিয়েও মিলল না সাড়া ৷ সমস্ত প্রক্রিয়া শেষে যখন অ্যাম্বুলেন্স যখন এল ততক্ষণে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 7:18 PM IST

মালদা, 13 জুলাই: ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের ৷ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রেল ট্র্যাকে পড়ে হাত-পা প্রায় বিছিন্ন হয়ে যায় ৷ সেই অবস্থাতেই ঘণ্টাখানেক প্ল্যাটফর্মেই পড়ে থাকেন বৃদ্ধ ৷ যন্ত্রণায় বারবার চিৎকার করলেও অন্য কোনও যাত্রী তাঁর দিকে এগিয়ে যাননি ৷ আহত বৃদ্ধ জলপানের আর্তি জানালেও একফোঁটা জল মেলেনি ৷ অবশেষে অ্যাম্বুলান্সে করে শেষ পর্যন্ত বৃদ্ধকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রেল পুলিশের উদ্যোগে ৷ সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধকে ৷ শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে ৷

সূত্রের খবর, এদিন সকালে রাধিকাপুর-হাওড়াগামী কুলিক এক্সপ্রেসে চেপে হরিশ্চন্দ্রপুর এসেছিলেন অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধ ৷ কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানোর আগেই তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন ৷ তখনই তিনি ট্রেনের নীচে চলে যান তিনি ৷ তাঁর ডান পা এবং ডান হাতের উপর ট্রেন চলে যায় ৷ গুরুতর ভাবে আহত হন তিনি ৷ অভিযোগ পুলিশ ট্রেন লাইন থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে প্ল্যাটফর্মে রাখলেও কোনও চিকিৎসার ব্যবস্থা করেনি ৷ প্ল্যার্টফর্মে পড়ে জলের জন্য কাতরাচ্ছিলেন তিনি ৷

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী রজব আলি বলেন, "কুলিক এক্সপ্রেস ধরে আমার মালদা যাওয়ার কথা ছিল ৷ এক মিনিটের জন্য ট্রেন মিস করি ৷ দেখি, এক বৃদ্ধ লাইনের ধারে পড়ে রয়েছেন ৷ তাঁর হাত-পা ব্য়পক ক্ষতিগ্রস্ত ৷ আহত অবস্থায় দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে ছিলেন তিনি ৷ যন্ত্রাণায় ছটফট করতে করতে জল চাইলেও তা দেওয়া হয়নি ৷" রেলের গাফিলতির কারণেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর ৷

টোটোয় ধাক্কা পণ্যবাহী লরির, দুর্ঘটনায় বৃদ্ধ দম্পতি-সহ মৃত 3

হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার শুভেন্দু ভক্ত বলেন, "ওই বৃদ্ধকে মৃত অবস্থায় হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের জিআরপি এই হাসপাতালে আনা হয়েছিল ৷ খানিক আগে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা গেলে তাঁকে বাঁচানোর চেষ্টা করা যেত ৷ সরকারি নিয়ম অনুযায়ী আমরা ওই বৃদ্ধের মৃতদেহের ময়নাতদন্ত করাব৷ আমরা সেই বার্তা স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানায় পাঠিয়েছি ৷" মৃত দেহের পরিচয় এখনও জানা যায়নি ৷ যদিও এই ঘটনায় রেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি ৷

ভয়াবহ দুর্ঘটনা ! লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত 6

ABOUT THE AUTHOR

...view details