সিঙ্গুর, 3 সেপ্টেম্বর:মুখ্যমন্ত্রী বিধানসভায় আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার সুবিচার চেয়ে আইন আনার কথা বলছেন। তার মাঝেই রাজ্যে ফের যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। হুগলির সিঙ্গুরে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল, এক প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। তাকে সিঙ্গুর থানার পুলিশ গ্রেফতার করেছে। শিশুর বাবার দাবি, অভিযুক্তকে কঠোর সাজার ব্যবস্থা করুক প্রশাসন।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, হুগলির সিঙ্গুরের বৈঁচিপোতায় বছর পাঁচেকের এক শিশু সোমবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। সেইসময় ওই প্রৌঢ় তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। দরজা বন্ধ করে শিশুটিকে মারধর ও যৌন নির্যাতন করে বলে অভিযোগ। মেয়েটি কাঁদতে থাকলে শিশুকে ঘর থেকে বার করে দেয়। এরপরই শিশুটি সমস্ত কথা তার পরিবারকে জানায় ৷ তাঁরা ওই প্রৌঢ়ের বাড়িতে গেলে দরজা বন্ধ করে দেয়। বাধ্য হয়ে সুবিচারের আশায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার। শিশুর পরিবার দাবি, অভিযুক্তকে কঠোর সাজার ব্যবস্থা করুক প্রশাসন।