দুর্গাপুর, 13 অক্টোবর:বাড়ির শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধ বাবা ও মায়ের দেহ ৷ কাঁন্নায় ভেঙে পড়েছে ছেলে ও বৌমা ৷ খবর পেয়েই ছুটে আসেন প্রতিবেশীরা ৷ এরপরই বদলে গেল পরিস্থিতি।
স্থানীয়দের দাবি বৃদ্ধ বাবা-মাকে খুন করেছেন ছেলে ও বৌমাই। তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভও ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় ৷ বৃদ্ধ দম্পতির ছেলে বিপ্লব বন্দ্যোপাধ্যায় ও বৌমা অপর্ণা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম নির্মলেন্দু বন্দ্যোপাধ্যায় (86) এবং নাম ইলা বন্দ্যোপাধ্যায় (84 ) ৷ এলাকাবাসীর অভিযোগ, সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা-মায়ের উপর অত্যাচার করতেন ছেলে ও বৌমা ৷ প্রতিবেশী রুমা দেবনাথ বলেন, "মেয়ের কাছে যেতে দিত না বৃদ্ধ-বৃদ্ধাকে । মেয়ের কাছে গেলেই আত্মহত্যা করার ভয় দেখাতো ছেলে ও তাঁরা বৌ । সেই ভয়ে যেতেও পারতেন না এই বৃদ্ধ দম্পতি। শেষমেশ সব সম্পত্তি হাতিয়ে দশমীর রাতে খুন করে দিল । আমরা কঠোর শাস্তির দাবি করছি ।"
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান তাঁরা ৷ এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বৃদ্ধ দম্পতির মেয়ে চৈতালি বন্দ্যোপাধ্যায় ৷ তিনিও বাবা-মায়ের মৃত্যুর জন্য দাদা-বৌদিকেই কাঠগোড়ায় তুলেছেন ৷ তাঁদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি ৷ রবিবার সকালে বাড়ির সামনে দাদা-বৌদির গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান তিনি ৷