কলকাতা, 21 জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের আগে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে কলকাতা মেট্রোরেলে হয়ে গেল একপ্রস্ত 'মক ড্রিল'। মেট্রোরেল শহরবাসীর পরিবহণের লাইফলাইন। নগরকেন্দ্রিক জীবনে মেট্রো পরিষেবা ব্যতীত ভাবাই যায় না। তাই সেই গণপরিবহণ মাধ্যমকে সুরক্ষিত রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ন্য়াশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির কমান্ডোরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মহড়া দেন।
নর্থ-সাউথ মেট্রো করিডোরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হল এই পার্ক স্ট্রিট স্টেশন। তাই আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে যাতে এই মেট্রো স্টেশনে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না-ঘটে তার জন্য তৎপর কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। যেমন রাসায়নিক, সন্ত্রাসবাদী বা অন্যান্য আক্রমণ কিংবা হুমকি আসার মতো ঘটনাকে এড়াতেই মঙ্গলবার বেশ কয়েক ঘণ্টা ধরে চলে মক ড্রিল। যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধায় পড়তে না-হয় তাই রবিবার মাঝরাতে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এই মহড়া হয়।