কলকাতা, 1 ফেব্রুয়ারি: মার্কিন দূতাবাসে অভিযোগ জানানোর পর অবশেষে সুরাহা মিলল আমেরিকা প্রবাসী বাঙালি জিষ্ণু নাথের ৷ সূত্রের খবর, এরপরেই মার্কিন দূতাবাস থেকে ফোন যায় লালবাজারে । অবশেষে মার্কিন দূতাবাসের ফোন পেয়ে নড়েচড়ে বসে লালবাজার । এই ঘটনায় যুক্ত সন্দেহে ভোলা প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । তবে এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে । যদিও এই বিষয়ে লালবাজারের দাবি, মার্কিন দূতাবাস থেকে জানানো হলেও তার আগে থেকেই তারা তদন্তে নেমেছিল । একজনকে গ্রেফতারও করা হয়৷ মূল অভিযুক্তের খোঁজ চলছে ৷
জিষ্ণু নাথের বাড়ি কলকাতার রবীন্দ্র সরোবর থানার গোলপার্কের কাকুলিয়া রোডে ৷ তিনি বর্তমানে থাকেন আমেরিকার সিয়াটেলে । গত 17 জানুয়ারি নিজের কলকাতার বাড়িতে ফেরেন । তাঁদের দীর্ঘদিনের পুরনো বাড়ির সংস্কার করতেই তাঁর কলকাতায় আসা । জিষ্ণু নাথের অভিযোগ, তাঁর বাড়ির উপর নজর ছিল প্রোমোটার 'ভাইলো'র ৷ বাড়ি সংস্কারের কথা কানে গেলে দলবল পাঠিয়ে জিষ্ণুকে হুমকি দেন ‘ভাইলো’ ৷ ওই প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়রকে নিজের বাড়ি সংস্কারের কাজ 'ভাইলো'র ঠিকা সংস্থাকে দিয়েই করাতে বলা হয় ৷ না হলে এলাকায় থাকা মুশকিল বলে হুমকি দেয় ‘ভাইলো’র লোকজন ।
ওই প্রবাসী বাঙালি বিষয়টি প্রথম দিকে গুরুত্ব দেননি । বরং তিনি অন্য একটি ঠিকা সংস্থাকে নিজের বাড়ি সংস্কারের গোটা দায়িত্ব দিয়ে দেন । খবরটি 'ভাইলো'র কানে যাওয়া মাত্রই ওই প্রবাসী বাঙালিকে মারধর করেন এবং মেরে তাঁর নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।