কলকাতা, 28 জুন:গঙ্গার নীচেও মিলবে মোবাইল নেটওয়ার্ক ৷ হুগলি নদীর নীচ দিয়ে মেট্রো সফর করার সময় মোবাইল ফোনে কথা বলতে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না যাত্রীদের। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। সুড়ঙ্গের মধ্যে যাতে অবিচ্ছেদ্য থাকে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা তাই আরও উন্নত করা হয়েছে মোবাইল কানেটিভিটি ব্যবস্থাকে।
আগেও যে নদীর নিচে মেট্রো রেলের সুড়ঙ্গে মোবাইল ফোন কথা বলা যেত না, তেমনটা নয় । তবে 'কল ড্রপ' বা 'ভয়েস ব্রেক'-এর একটা সমস্যা ছিল । শুধুমাত্র নদীর নীচের সুড়ঙ্গে নয়, কথা বলতে সমস্যা হতো যে কোনও মেট্রো সুড়ঙ্গে ৷ তবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই 4.8 কিলোমিটার নদীর নিচ দিয়ে মেট্রো সুড়ঙ্গের যে অংশটি গিয়েছে, সেখানে এতদিন পর্যন্ত একটিমাত্র মোবাইল সার্ভিস প্রভাইডারের পরিষেবা দেওয়া হতো ৷