পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষাঙ্গণের সামনে বিক্রি করা যাবে না তামাক জাতীয় দ্রব্য, নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের - WBCHSE

WB Council of Higher Secondary Education: এবার থেকে শিক্ষা প্রাঙ্গণের সামনে কোনওরকম তামাক জাতীয় পণ্য, এমনকী ই-সিগারেটও বিক্রি করা যাবে না ৷ এই মর্মে একটি নির্দেশিকা জারি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

West Bengal Higher Secondary Council
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 3:24 PM IST

কলকাতা, 20 মার্চ:শিক্ষা প্রাঙ্গণের সামনে তামাক জাতীয় দ্রব্য ও ই-সিগারেট বিক্রি করা যাবে না। এই মর্মে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এমনকী স্কুলেও যাতে এই সমস্ত তামাক জাতীয় পণ্য বিক্রি করা না-হয়, সেই ব্যপারে প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে শিক্ষা সংসদ। সম্প্রতি শিক্ষা প্রাঙ্গনের সামনে তামাক জাতীয় পণ্য বিক্রি নিয়ে অভিযোগ উঠেছিল ৷ তারপরই নড়েচড়ে বসে প্রশাসন ৷ তারপরই একটি বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এই প্রসঙ্গেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "স্কুলের ভিতরে বা তার আশেপাশে ধূমপান করা ও তামাক জাতীয় দ্রব্য সেবন করা বহুদিন ধরে নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞায় শিথিলতা দেখা গিয়েছে । বেশ কিছু স্কুল থেকে আমারা এই সমস্ত নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগ আমরা পেয়েছি । আমাদের মূল উদ্দেশ্য শিক্ষকদের সচেতন করা ৷ তাঁরাও যাতে পড়ুয়াদের সচেতন করতে পারেন ।"

উচ্চ শিক্ষা সংসদের এই নির্দেশিকাকে বাস্তবায়িত করতে গেলে যথাযথ প্রচার দরকার বলে মনে করছে শিক্ষক সংগঠনগুলি। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস-এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বহুদিন ধরেই এই আইন রয়েছে। তবে পুলিশের সহযোগিতা না-থাকলেও এবং সরকারের সদিচ্ছা না-থাকলে বাস্তবায়ন করা কঠিন কাজ বিদ্যালয়ের পক্ষে।"

এই প্রসঙ্গেই অপরদিকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সদস্য অনিমেষ হালদার বলেন, "উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির জারি করা বিজ্ঞপ্তিকে আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি । এই ভয়ংকর ক্ষতিকারক নেশা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে ৷ শুধু স্কুলের প্রধান শিক্ষকরা উদ্যোগ নিলে হবে না, সকলকেই সচেতন হবে ৷ ই-সিগারেট উৎপাদন ও বিক্রিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে ৷ সেজন্য রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ।" পাশাপাশি এই বিষয়ে সচেতনতা মূলক প্রচার করা দরকার বলে তিনি মনে করেন ৷

আরও পড়ুন:

  1. পরীক্ষাকেন্দ্রে মৃত্যু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ! তদন্তে পুলিশ
  2. সঙ্গে মোবাইল, আরও 7 জনের পরীক্ষা বাতিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
  3. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের

ABOUT THE AUTHOR

...view details