পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন কর্মসূচিতে মেলেনি পুলিশি অনুমতি, হাইকোর্টের দ্বারস্থ 'রাত দখল ঐক্যমঞ্চ' - RAAT DAKHAL

আরজি কর হাসপাতালের ঘটনায় বুধে 'রাত দখল' কর্মসূচিতে পুলিশি অনুমতি না-মেলায় হাইকোর্টের দ্বারস্থ রাত দখল ঐক্যমঞ্চ

CAL HC ON NIGHT OCCUPY ORGANIZATION
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 2:24 PM IST

কলকাতা, 14 জানুয়ারি:আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুন করা হয় ৷ 9 অগস্টের সেই ঘটনার বিচারের দাবিতে বুধবার রাত দখলের জন্য পুলিশি অনুমতি না-মেলায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ রাত দখল ঐক্যমঞ্চ ৷

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অনুমতি চেয়ে আবেদন করা হয়। বিচারপতি ঘোষ প্রথমে অনুমতি দিতে পারবেন না-বলে তিনি বলেন, "প্রধান বিচারপতির কাছে গিয়ে বলুন যে আমি এই মামলা আমার এজলাসে গ্রহণ করিনি।" পরে অবশ্য এই মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। শহরে রাত দখলের ডাক। রাত দখলের ডাক দিয়েছে রাত দখল ঐক্যমঞ্চ। কিন্তু অনুমতি দিচ্ছে না পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাত দখল ঐক্য মঞ্চ। আগামিকাল অর্থাৎ বুধবার শুনানির সম্ভাবনা।

উল্লেখ্য, আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর নিম্ন আদালতে সাজা ঘোষণার দিন স্থির হয়ে গিয়েছে ৷ কিন্তু তারপরেও রয়েছে একাধিক প্রশ্ন ৷ কোথায় দাঁড়িয়ে রয়েছে নারী নিরাপত্তা ? প্রশ্ন তুলে আগামী 16 জানুয়ারি রানি রাসমণি অ্যাভিনিউতে রাত দখল ঐক্যমঞ্চ একটি রাত দখল কর্মসূচি করতে চায়। কিন্তু সেই কর্মসূচিতে অনুমোদন নেই পুলিশের। তাই কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করে এই মঞ্চ। মঙ্গলবার মামলা দায়েরের অনুমোদন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

এর আগে আরজি করের ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে দফায় দফায় রাজ্য জুড়ে মহিলা-পুরুষ নির্বিশেষে রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তারপর কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আরজি কর সংক্রান্ত মামলা গ্রহণ করে। একের পর এক নির্দেশের পর আরজি করের ঘটনায় প্রতিবাদ আন্দোলন কিছুটা প্রশোমিত হয়েছিল। কিন্তু আরজি করের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কাউকে খুঁজে না পাওয়াটা সিবিআই গাফিলতি নাকি, অন্য কোনও অন্তর্নিহিত বিষয় লুকিয়ে রয়েছে তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে জনমানসে।

ABOUT THE AUTHOR

...view details