পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্যালাইনকে ক্লিনচিট দিয়ে হাইকোর্টে রিপোর্ট রাজ্যের, আঙুল ডাক্তারদের দিকেই ! - STATE REPORTS ON RL SALINE

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনকে ক্লিনচিট স্টেট ড্রাগ কন্ট্রোলের ! মুখবন্ধ খামের রিপোর্টে উল্লেখ রাজ্যের !

STATE REPORTS ON RL SALINE
রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2025, 2:56 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: প্রসূতি মৃত্যুর ঘটনায় রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনে কোনও সমস্যা ছিল না ! কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে রাজ্য সরকারের দেওয়া রিপোর্টে এমনই দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এর পাশাপাশি ঘটনার দু’দিনে অর্থাৎ, 8 ও 9 জানুয়ারি প্রসূতি বিভাগের আরএমও এবং সিনিয়র চিকিৎসকরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপস্থিত ছিলেন না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার ৷ সেই রিপোর্ট প্রসঙ্গে আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেন, "স্টেট ড্রাগ কন্ট্রোল আরএল স্যালাইনকে স্ট্যান্ডার্ড বলে উল্লেখ করেছে ৷ একসঙ্গে পাঁচজন প্রসূতি ভর্তি হয়েছিলেন ৷ কিন্তু, 8 ও 9 জানুয়ারি আরএমও ছিলেন না হাসপাতালে ৷ সিনিয়র ডাক্তাররাও ছিলেন না ৷ সিআইডি তদন্ত করে দেখছে কীভাবে প্রসূতিরা অসুস্থ হলেন এবং মৃত্যুর ঘটনা ঘটল ৷"

অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, রাজ্যের দেওয়া রিপোর্টের কপি মামলাকারীদের আইনজীবী-সহ অন্যান্যদের দিতে ৷ রাজ্যের পেশ করা রিপোর্টের বিরুদ্ধে কোনও বক্তব্য থাকলে, তা 10 দিন পরে আদালতে জানাতে পারবেন মামলাকারী-সহ অন্যান্য পক্ষ ৷

এ দিন এজি আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যে আর্থিক সাহায্য করেছে ৷ এমনকি যে 30 হাজার বোতল স্যালাইন এসেছিল, তা-ও বাতিল করেছে স্বাস্থ্য দফতর ৷

তবে, প্রধান বিচারপতির বক্তব্য ছিল, "এটা প্রথম নয় ৷ এর আগেও নিশ্চই এই ধরনের ঘটনা ঘটেছে ৷ সংশ্লিষ্ট স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কি খোঁজ নিয়েছে, কীভাবে এটা হল ?" সংস্থার পক্ষ থেকে আইনজীবী জানান, তারা প্রায় দেড় কোটি বোতল রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন তৈরি করেছিল ৷ কীভাবে এটা হল, সংস্থাও তা বুঝতে পারছে না ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী ৷

উল্লেখ্য, গত 16 জানুয়ারি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগে রাজ্যের মুখ্যসচিবের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট ৷ আজ সেই রিপোর্ট আদালতে জমা পড়েছে ৷ যদিও, এর আগেই শুনানিতে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের পক্ষে সওয়াল করেছিলেন অ্যাডভোকেট জেনারেল ৷

তিনি জানিয়েছিলেন, রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন বহুল ব্যবহৃত একটি ওষুধ ৷ তিনি নিজেও নিয়েছেন সেই ওষুধ ৷ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর রাজ্য এই ওষুধ ব্যবহার করেনি ৷ তাঁর বক্তব্য ছিল, একই সংস্থার তৈরি স্যালাইন অসম, বিহার, ত্রিপুরা, তামিলনাড়ুতেও ব্যবহার হচ্ছে ৷ কিন্তু, দুর্ভাগ্যবশত এরাজ্যে পাঁচজন সেই স্যালাইন ব্যবহারের ফলে অসুস্থ হয়ে পড়েন ৷

ABOUT THE AUTHOR

...view details