পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করে 3 ডোমের হাতাহাতি, কম্পিউটার ভাঙচুর ! বন্ধ মর্গ, হচ্ছে না ময়নাতদন্ত - RG KAR MORGUE CLOSED

আরজি করের মর্গে তিনজন ডোমের হাতাহাতি ! কম্পিউটার ভাঙচুরের অভিযোগ ৷ এর ফলে বন্ধ রয়েছে মর্গ ৷ হচ্ছে না ময়নাতদন্ত ৷

ETV BHARAT
আরজি করে 3 ডোমের হাতাহাতি, কম্পিউটার ভাঙচুর ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 3:56 PM IST

কলকাতা, 22 নভেম্বর: ফের খবরের শিরোনামে আরজি কর হাসপাতাল ৷ তিনজন ডোমের মধ্যে ঝামেলার জেরে বর্তমানে হাসপাতালে বন্ধ রয়েছে মর্গ পরিষেবা । সেই কারণে সকাল থেকেই ময়নাতদন্তের কাজও বন্ধ রয়েছে ৷ ইতিমধ্যেই এই নিয়ে চিঠি জমা পড়েছে উপাধ্যক্ষের কাছে । বিষয়টি খতিয়ে দেখছে টালা থানার পুলিশ ।

যত কাণ্ড আরজি করে ! এবার আরজি কর হাসপাতালের মর্গের ভিতরেই হাতাহাতি তিন ডোমের ! শম্ভু মল্লিক এবং গোপাল মল্লিক দু'জনেই আরজি কর হাসপাতালের মর্গে ডোমের কাজ করেন । তাঁরা দু'জনে ভাই । এছাড়াও ডোম হিসেবে সেখানে কাজ করেন সন্তোষ মল্লিক । অভিযোগ, গতকাল রাতে সন্তোষ মল্লিক হাতে মদের বোতল নিয়ে আরজি কর হাসপাতালের মর্গে আসেন । সেখানে তখন উপস্থিত ছিলেন শম্ভু মল্লিক এবং গোপাল মল্লিক । তাঁদের নাকি মদ্যপান করার অফার দেন সন্তোষ । তারপর তিনি আচমকাই মর্গের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন বলে অভিযোগ ।

উপাধ্যক্ষের কাছে জমা পড়েছে অভিযোগ (নিজস্ব চিত্র)

ফলে সেই সময় সন্তোষ মল্লিকের সঙ্গে মর্গের ভিতরে ছিলেন শম্ভু মল্লিক এবং গৌতম মল্লিক । তাঁদের অভিযোগ, সন্তোষ তাঁদের সঙ্গে ঝামেলা করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ মর্গের ভেতরে কম্পিউটারও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ৷ ভেতরে গণ্ডগোল হচ্ছে বুঝতে পেরে শম্ভু মল্লিক এবং গৌতম মল্লিকের পরিবার চিৎকার করে তাঁদের ডাকতে থাকে ৷ মর্গের দরজা খুলে দিতে বলা হয় ৷ তাঁদের সঙ্গে ছিলেন দু'জন সিআইএসএফ জওয়ানও ।

অভিযোগ, অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে ফেলা হয় ৷ দরজা খোলার পর সন্তোষ মল্লিক সবাইকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ । তিনি নানাভাবে ভয়ও দেখান গৌতম মল্লিক ও শম্ভু মল্লিককে । তাঁদের পরিবারকেও ভয় দেখানো হয় বলে অভিযোগ । এই ঘটনা ঘটার পরই কাজ বন্ধ করে দেন ডোমেরা । তাঁরা অভিযোগ জানিয়েছেন হাসপাতালের উপাধ্যক্ষকে ৷

টালা থানার পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে ৷ কথা বলা হচ্ছে তিনজন ডোমের সঙ্গে ৷ এই ঘটনার জেরে শুক্রবার বন্ধ রয়েছে আরজি কর হাসপাতালের মর্গ পরিষেবা । সকাল থেকে কোনও ময়নাতদন্ত করা সম্ভব হয়নি ৷ যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেনি ।

ABOUT THE AUTHOR

...view details