কলকাতা, 27 ফেব্রুয়ারি:সন্দেশখালি ইস্যুতে রাজ্যকে তীব্র কটাক্ষ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ৷ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই ৷ অথচ তৃণমূল সরকার বলছে সাত দিনের মধ্যে শেখ শাহজাহানকে খুঁজে বের করবে । তাহলে রাজ্য সরকার জানে শেখ শাহজাহান ঠিক কোথায় রয়েছে ৷ না-হলে কি করে সাত দিনের মধ্যে রাজ্য সরকার ওকে গ্রেফতার করবে বলছে ?
মঙ্গলবার বিজেপি-র একটি সাংস্কৃতিক শাখা 'খোলা হাওয়ার' পক্ষ থেকে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই মঞ্চ থেকেই একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার এবং তৃণমূলকে আক্রমণ করেন তিনি।
সন্দেশখালি প্রসঙ্গে নির্মলা সীতারমন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ৷ এই মঞ্চে তিনি দাবি করেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না কেন ? মণিপুরকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে জানান, স্বারাষ্ট্রমন্ত্রী নিজে গিয়ে সরজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন মণিপুরের ক্ষেত্রে । অথচ সন্দেশখালিতে 144 ধারা থাকা সত্বেও বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ কিন্তু তৃণমূলের নেতারা সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছে ।
পাশাপাশি, সীতারমন এদিন ইন্ডিয়া জাস্টিস রিপোর্টের কথাও উল্লেখ করেন। সেই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, পুলিশি নিরাপত্তা-সহ আইন শৃঙ্খলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ তালিকার একেবারে নীচে রয়েছে। শেষ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে 40 জনের মৃত্যু হয়েছে। এখনও এই বিষয় কোনও পদক্ষেপ করা হয়নি না। কেন চুপ প্রশাসন সেই প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী? রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেই বলেন, "বাংলার দুর্নীতির কথা সারা দেশ জানে। বাংলায় এসে দুর্নীতির কথা বলা মানে মায়ের কাছে মাসীর গল্প করার মতো । আর কতদিন সহ্য করবেন আপনারা ?"