পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যস্ত সময়ে টিকিট কাটতে দেরি? মেট্রো স্টেশনে বাড়ল অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনের সংখ্যা - Kolkata Metro Blue Line - KOLKATA METRO BLUE LINE

Kolkata Metro: ব্লু লাইনের একাধিক স্টেশনে বসানো হল আরও ন’টি অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন ৷ তার মধ্যে 3টি মেশিন বসানো হয়েছে দক্ষিণেশ্বর, দমদম ও কালীঘাটে।

Kolkata Metro
অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 4:54 PM IST

কলকাতা, 1 জুলাই:মেট্রো পরিষেবাকে আরও উন্নত করতে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর ৷ এবার ব্লু লাইনের ন’টি স্টেশনে বসানো হল অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ বা ASCRM মেশিন। এই লাইনে মোট 42টি ASCRM (অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ) বসল। এই নয়া মেশিনগুলিতে আগের মতো UPI- এর মাধ্যমে টিকিট কাটা যাবে। টোকেন সংগ্রহ থেকে শুরু করে স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন যাত্রীরা।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লু লাইনে টিকিট ব্যবস্থাকে আরও সহজ করে তুলতে একাধিক স্টেশনে ASCRM বসানো হয়েছে । লাইন 1 বা ব্লু লাইনে বিভিন্ন স্টেশন মোট 33টি অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন ছিল। তবে অফিস টাইমে ভিড় হলে টিকিট কাউন্টারের পাশাপাশি এই মেশিনগুলিতেও লম্বা লাইন পড়ত যাত্রীদের । যাত্রীদের পক্ষ থেকে মেশিনের সংখ্যা বৃদ্ধির আবেদন করা হয়েছে ৷ সে কথা মাথায় রেখে এবার ব্লু লাইনের দক্ষিণেশ্বর, দমদম, সেন্ট্রাল, চাঁদনী চক, এসপ্ল্যানেড, রবীন্দ্রসদন, যতীনদাস পার্ক, কালীঘাট ও কবি সুভাষ মেট্রো স্টেশনে আরও নটি ASCRM মেশিন বসানো হয়েছে।

মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্য যাত্রীরা সাধারণত স্মার্ট কার্ড ব্যবহার করেন ৷ দেখা যায় স্মার্ট কার্ড রিচার্জ করতে হলে টিকিট কাউন্টারে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় লাইনে দাঁড়িয়ে ৷ এতে সময়ও লেগে যায় বিস্তর। এমনকী প্রবীণ যাত্রীদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রিচার্জ করতে সমস্যা হয় ৷ স্বয়ংক্রিয় মেশিনগুলি বসানো হওয়ায় এবার সকল যাত্রীরা নিজেরাই স্মার্ট কার্ড রিচার্জ করে নিতে পারবেন। আবার যারা অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনের লাইনে দাঁড়িয়ে রিচার্জ করতে চান না, তাঁরা সহজেই অনলাইনে রিচার্জ করতে পারবন ৷ তাই এই মেশিনে কার্ডটি ইনসার্ট করে যাত্রীরা নিজেরাই রিচার্জ করিয়ে নিতে পারবেন ৷

দক্ষিণেশ্বর টু নিউ গড়িয়া, শীঘ্রই সব স্টেশনে কাজ করবে ইউপিআই

ABOUT THE AUTHOR

...view details