কলকাতা, 1 জুলাই:মেট্রো পরিষেবাকে আরও উন্নত করতে নয়া পদক্ষেপ কলকাতা মেট্রোর ৷ এবার ব্লু লাইনের ন’টি স্টেশনে বসানো হল অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ বা ASCRM মেশিন। এই লাইনে মোট 42টি ASCRM (অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ) বসল। এই নয়া মেশিনগুলিতে আগের মতো UPI- এর মাধ্যমে টিকিট কাটা যাবে। টোকেন সংগ্রহ থেকে শুরু করে স্মার্ট কার্ডও রিচার্জ করতে পারবেন যাত্রীরা।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্লু লাইনে টিকিট ব্যবস্থাকে আরও সহজ করে তুলতে একাধিক স্টেশনে ASCRM বসানো হয়েছে । লাইন 1 বা ব্লু লাইনে বিভিন্ন স্টেশন মোট 33টি অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন ছিল। তবে অফিস টাইমে ভিড় হলে টিকিট কাউন্টারের পাশাপাশি এই মেশিনগুলিতেও লম্বা লাইন পড়ত যাত্রীদের । যাত্রীদের পক্ষ থেকে মেশিনের সংখ্যা বৃদ্ধির আবেদন করা হয়েছে ৷ সে কথা মাথায় রেখে এবার ব্লু লাইনের দক্ষিণেশ্বর, দমদম, সেন্ট্রাল, চাঁদনী চক, এসপ্ল্যানেড, রবীন্দ্রসদন, যতীনদাস পার্ক, কালীঘাট ও কবি সুভাষ মেট্রো স্টেশনে আরও নটি ASCRM মেশিন বসানো হয়েছে।