পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গে আল-কায়েদা যোগ ! রাজ্যের একাধিক জায়গায় তদন্তে এনআইএ - NIA RAIDS MULTIPLE PLACES ACROSS WB

দেশের বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে । তার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, অসম, বিহার, ত্রিপুরার একাধিক জায়গা ।

NIA raids Multiple Places Across West Bengal
বাংলাদেশে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে এবার আল-কায়েদা যোগ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 7:46 AM IST

কলকাতা, 12 নভেম্বর: বাংলাদেশে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে এবার আল-কায়েদা যোগ খুঁজে পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । আর তার লিংক খুঁজতে খুঁজতে উঠে এল কলকাতা যোগ । সোমবার মধ্য কলকাতার বেনিয়াপুকুর-সহ রাজ্যের একাধিক জায়গাতে বিশেষ অভিযান চালায় এনআইএ ।

শুধু কলকাতা এবং এরাজ্যই নয়, দেশের বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে । তার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, অসম, বিহার, ত্রিপুরার একাধিক জায়গা । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবার আল-কায়েদার প্রচার এবং স্লিপার সেল বৃদ্ধিতে হাত মিলিয়েছে । এছাড়াও অন্য জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে যে সকল নথিপত্র এবং ডিজিটাল সামগ্রী উদ্ধার করা হয়েছে, তাতে এনআইএ’র হাতে এসেছে আল-কায়েদা জঙ্গি সংগঠনের নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ।

বঙ্গে আল-কায়েদা যোগ ! (NIA)

এনআইএ সূত্রে খবর, বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতার বেনিয়াপুকুরের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় । পাশাপাশি কোচবিহারের হলদিবাড়িতে বিশ্বজিৎ বর্মন নামে এক যুবকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনআইএ । সোমবার ভোর থেকেই চলে এই তল্লাশি অভিযান ৷ তবে এনআইএ আধিকারিকরা যখন বিশ্বজিতের বাড়িতে আসেন, সে সময় বিশ্বজিৎ কাজের জন্য বাইরে ছিল বলে জানা গিয়েছে । তার মা’কে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অধিকারিকরা ৷ তদন্তকারী সংস্থার অভিযোগ, এ রাজ্য থেকে আল-কায়েদার সংগঠনগুলিকে মজবুত করার জন্য বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে । তার জন্যই একযোগে দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷

হলদিবাড়িতে এনআইএ

হলদিবাড়ি পুরসভার 4 নং ওয়ার্ডের অন্তর্গত ধারানগর কলোনির একটি বাড়িতে হানা দেন এনআইএ ও স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীরা । হলদিবাড়ি থানার বিরাট পুলিশ বাহিনী ও বিএসএফ জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলে । সূত্রের খবর, হলদিবাড়ির এই যুবকের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির যোগাযোগ আছে বলেও জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

স্থানীয় সূত্রে গিয়েছে, এনআইএ যে বাড়িতে অভিযান চালায় সেখানে চারজন সদস্য ছিলেন । বাড়ির এক যুবক বিশ্বজিৎ বর্মন ক্যাটারিংয়ের কাজ করেন । মূলত তার ওপরেই নজরদারি চালাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি । এদিন বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা । বিশ্বজিতের ব্যাঙ্কের অ্যাকাউন্টও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details