কলকাতা, 1 সেপ্টেম্বর:রাতের অন্ধকারে খাস কলকাতার নিউ টাউনে গুলি করে খুনের ঘটনা ৷ মৃত এক ব্যবসায়ী ৷ শনিবারের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ৷ ঘটনায় কাজী রফিকুল ইসলাম ওরফে পরাগ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যদিও হারোয়া এলাকার বাসিন্দা রফিকুলের দাবি তিনি কোনওভাবে এই ঘটনার সঙ্গে জড়িত নন ।
ব্যবসায়ী খুনে পার্টনারের উপর সন্দেহ পরিবারের (ইটিভি ভারত) জানা গিয়েছে, ভাঙ্গরের বাসিন্দা নাসিরুদ্দিন খান এদিন রাতে নিউ টাউন রাম মন্দির আইল্যান্ডের কাছে এক চায়ের দোকানে চা খাচ্ছিলেন ৷ একটা বাইকে করে দু'জন দুষ্কৃতি এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে একাধিকবার গুলি করে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্থানীয়দের বয়ান নেওয়া হচ্ছে । সেই সঙ্গে, দুষ্কৃতিদের খোঁজে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরা ৷
নাসিরউদ্দিনের পরিবারের তরফে ইকো পার্ক থানায় লিখিত অভিযোগ করা হয় ৷ জানানো হয়, একাধিক ব্যবসায় পরাগ ইট ভাটার মালিকের সঙ্গে পার্টনারশিপে কাজ করতেন নাসিরুদ্দিন খান ৷ একাধিক জায়গা তাঁর ইট ভাটার ব্যবসাও রয়েছে ৷ সেই সঙ্গে, বেশ কিছু ইট ভাটায় কয়লা সাপ্লাই করতেন মৃত ব্যবসায়ী ৷ পরিবারের অভিযোগ, নাসিরুদ্দিন খানের সঙ্গে পরাগের বেশ কয়েক মাস ধরে ইট ভাটার 50 লক্ষ টাকার হিসাব নিয়ে গন্ডগোল চলছিল ৷
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পোলারহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় ছিলেন নাসিরুদ্দিন খান ৷ সেই সময় হঠাৎ করে এক ফোন আসে তাঁর কাছে এবং তিনি শ্যামনগর থেকে বেরিয়ে এসে নিউ টাউনে চলে আসেন ৷ এই অভিযোগের পর রাত 1টা 30 মিনিট নাগাদ পরাগ ও তাঁর সঙ্গীদের থানায় ডেকে পাঠায় পুলিশ ৷ ভোররাত পর্যন্ত তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসাতে গন্ডগোল হওয়ার কারণেই এই খুন ৷