পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের সাজেই ভোটকেন্দ্রে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নবদম্পতির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Newly Married Couple: আকাশে তখন আলো-আঁধারির খেলা ৷ আচমকাই জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলের সামনে এসে থামল ফুল দিয়ে সাজানো বিয়ের গাড়ি ৷ দরজা খুলে নামলেন সদ্য বিয়ে করা বর-কনে ৷ নতুন জীবন শুরুর আগে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভুললেন না শুভঙ্কর-সুতপা ৷

Newly Married Couple
গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নবদম্পতির

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 6:56 PM IST

বিয়ের সাজেই ভোট কেন্দ্রে

জলপাইগুড়ি, 19 এপ্রিল: সবে মাত্র সম্পন্ন হয়েছিল বাসি বিয়ে ৷ তারপর এতটুকু সময় নষ্ট না করে বউকে নিয়ে ভোটকেন্দ্রে হাজির বর ৷ একেবারে বিয়ের সাজে নবদম্পতিকে দেখে অবাক উপস্থিত অন্যান্য ভোটার থেকে শুরু করে ভোটকর্মীরাও ৷ জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলের ঘটনা।

জলপাইগুড়ির নিউ সারকুলার রোডের বাসিন্দা শুভঙ্কর ইন্দ্র বৃহস্পতিবার বিয়ে করেন সেনপাড়ার বাসিন্দা সুতপা রায়কে ৷ শুভঙ্কর ইন্দ্র পেশায় একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ ৷ ভোট দিয়ে শুভঙ্কর বলেন ,"পরিস্থিতি যেমনই হোক, ভোট দেওয়া অবশ্যই দরকার ৷ গণতান্ত্রিক অধিকার সকলের প্রয়োগ করা উচিত ৷ সকাল থেকেই পরিকল্পনা ছিল যত তাড়াতাড়ি সম্ভব ভোটটা দিতে যাব ৷ তবে বাসি বিয়ে সারতে একটু দেরি হয়ে গেল ৷ তারপরেই স্ত্রীকে নিয়ে এসে ভোটটা দিলাম ৷"

নববধূ সুতপাও বিয়ের সাজে বর শুভঙ্করের সঙ্গে আসেন ভোট কেন্দ্রে ৷ তিনি বলেন, "এই সাজে এসেছি কারণ আমার বাসি বিয়ে সবে শেষ হয়েছে ৷ আর ভোট 6টা পর্যন্ত ৷ সেটা তো দিতেই হবে ৷ স্বামীর এই কেন্দ্রে ভোট, তাই আগে এখানে এসেছি ৷ এরপর আমি যাব ভোট দিতে ৷ জোড়ায় এসেছি ভোট দিতে ৷ শ্বশুরবাড়ি যাব সন্ধ্যেবেলা ৷ তার আগে ভোটটা সেরে নিলাম ৷ ভালো লাগছে ৷"

জলপাইগুড়ির পাশাপাশি একই ছবি দেখা গিয়েছে আলিপুরদুয়ারেও ৷ বিয়ের পিঁড়িতে বসার আগে বড় সাজেই ভোট দিলেন সত্যজিৎ রায়। শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে ধরা পড়ল এই ছবি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের 186 নম্বর বুথে ভোট দেন বর সত্যজিৎ রায় ৷ মূলত, শুক্রবার থেকে শুরু হয়েছে দেশের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব ৷ লোকসভা নির্বাচনের প্রথম দফায় বঙ্গের তিন জেলায় সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷ এই তিন কেন্দ্রে

বিকেল 5টা পর্যন্ত ভোটদানের শতাংশের নিরিখে এগিয়ে রয়েছে জলপাইগুড়ি ৷ সেখানে ভোট পড়েছে 79.33 শতাংশ ৷ কোচবিহারে ভোটদানের হার 77.73 শতাংশ ৷ আলিপুরদুয়ার ভোট পড়েছে 75.54 শতাংশ ৷ তিন কেন্দ্র মিলিয়ে মোট ভোট 77.57 শতাংশ ৷

আরও পড়ুন

1. বাগান খুললে ফিরবে 'ভালো দিন', আশায় ভোট দান চা শ্রমিকদের

2.চালচুলো হারিয়েছে বিধ্বংসী ঝড়ে, ভোটার স্লিপ দেখিয়েই ভোটদান দুর্গতদের

3.পরিবারের 11 জনের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন 87 বছরের পুতুল

ABOUT THE AUTHOR

...view details