চুঁচুড়া, 17 মে: চারিদিকে কচু গাছের জঙ্গল ৷ প্রতিনিয়ত আবর্জনা ফেলার জায়গাও বটে ৷ প্রতিদিনের মতো সোমবার স্থানীয় বাসিন্দা হাসিনা মণ্ডল ব্যস্ত ছিলেন কাজে ৷ আচমকাই শুনতে পান ছোট্ট শিশুর কান্নার আওয়াজ ৷ চারিদিকে কোথাও কিছু দেখতে না পেয়ে ভয় পেয়ে যান প্রথমটায় ৷ পাশের বাড়ির এক ভাইকে নিয়ে তিনি কান্নার উৎস খোঁজার চেষ্টা করেন ৷ এরপর জঙ্গলের ভিতর ঢুকে যা দেখলেন, তাতে চমকে গেলেন ! প্লাস্টিকের ভিতর কাপড়ে মোড়া বড় পুঁটলি ৷ তা খুলতেই দেখা যায় নবজাতক কন্যা সন্তান ৷ এই ঘটনায় চুঁচুড়া পৌরসভার লেলিননগর এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷
স্থানীয় বাসিন্দা হাসিনা বলেন, "কান্নার আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পারছিলাম ৷ তারপর ডোবা আর জঙ্গলের মতো জায়গায় কান্নার আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যাই ৷ তখনই এই নবজাতক কন্যা সন্তানকে দেখতে পাই ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে ৷ শিশুটিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ৷"