কলকাতা, 21 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে সিবিআই হেফাজতে । ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি তাঁকে গ্রেফতার করা হয়েছে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলাতেও । তবে তিনি জেলে থাকলেও তাঁর ঘনিষ্ঠরা এখনও আরজি কর হাসপাতালে কর্মরত ৷ এমনটাই অভিযোগ উঠেছে বারবার । তাঁদের বিরুদ্ধেই এবার ডেপুটেশন জমা দিলেন আরজি কর হাসপাতালের সরকারি কর্মীরা ।
পাশাপাশি তাঁদের মুখে শোনা গেল বিস্ফোরক অভিযোগও । হাসপাতালের কর্মীদের অভিযোগ, সন্দীপ ঘোষের আমলে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজ্য সরকারী কর্মচারীদের নিয়ে 63 জনের একটি কমিটি গঠন হয় । সেই কমিটি দুর্নীতিগ্রস্তদের নিয়ে গড়া হয়েছিল । এমনকী তাঁদের অভিযোগ, কোনও ধরনের অর্ডার ছাড়াই মৌখিক নির্দেশে কর্মীদের বদলি করা হত । তার সঙ্গে টাকা দেওয়া নিয়েও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।