কলকাতা, 3 অগস্ট: ব্রিটিশ আমলে কলকাতার বড় অংশের নিকাশির জল গিয়ে পড়ত মহানগরের পূর্ব অংশের জলাভূমিতে । সেই জলাভূমি শুধুই নিকাশি জল ধারণ করত তেমনটা নয়, সেখানে মাছ চাষের মাধ্য়মে মানুষের আর্থিক উপার্জনের জায়গা ছিল ও লাগোয়া কৃষিকাজে সেই জল ব্যবহার হতো । জলাভূমি ঘিরে যে বিরাট সবুজের আচ্ছাদন ছিল, সেটাও সার্বিকভাবে কলকাতার পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলত ।
এবার সেই পথেই হাঁটতে চলেছে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগ । কলকাতার দক্ষিণ অংশে হবে পাঁচটি বৃহৎ জলাশয় বা রিটেনশন ট্যাঙ্ক, যা সংশ্লিষ্ট এলাকার নিকাশির জল ধারণ করবে । হবে মাছ চাষ । পাশাপশি জলাশয় ঘিরে হবে সবুজের আচ্ছাদন । আর এই সবটাই এলাকার পরিবেশে ফেলবে ইতিবাচক প্রভাব । যেমন প্রাকৃতিক উপায়ে জল-যন্ত্রণা মুক্তি ঘটবে, তেমনই কলকাতায় বেড়ে চলা দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে ।
কলকাতা পুরনিগমের সূত্রে খবর, এই পুরো প্রকল্পটি করতে খরচ হবে কম বেশি 100 কোটি টাকা । আর এই পুরো টাকাটাই আসছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরএমএ) থেকে ।
পুররনিগম সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগমের নিকাশি দফতরের আধিকারিকরা । সেখানেই এই প্রকল্পের পরিকল্পনা বোঝানো হয় এনডিআরএমএ-র কর্মকর্তাদের । তারা এর বাস্তবিক দিক খতিয়ে দেখে পরবর্তী সময়ে তা পর্যালোচনা করেন । সম্প্রতি এই প্রকল্পের অনুমোদন দিয়েছে এনডিআরএমএ । সেই বিষয়ে দিল্লির তরফে কলকাতা পুরনিগমকে জানানো হয়েছে । কলকাতা পুরনিগমের তরফে পুরো প্রকল্প অনুযায়ী জায়গা চিহ্নিতকরণ ও ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছে । আর কিছুদিনের মধ্যেই টেন্ডারের মাধ্যমে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে ।