কৃষ্ণগঞ্জ (নদিয়া), 26 জানুয়ারি: বাঙ্কার ভর্তি ফেনসিডিল উদ্ধারের ঘটনায় রবিবার ঘটনাস্থলে গেল এনসিবি'র প্রতিনিধিদল এবং বিএসএফ। ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি বাঙ্কারগুলিমেপেও দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা। কীভাবে সেখানে এই বিরাট পরিমাণে ফেনসিডিল এলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিএসএফ গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাজদিয়া এলাকায় তল্লাশি শুরু করে। সেখানে পরপর তিনটি বাঙ্কার উদ্ধার করেন বিএসএফের জওয়ানরা। খুলতেই দেখা যায় বাঙ্কারের ভিতরে রয়েছে কয়েক লক্ষ টাকার কাফ সিরাপ। এরপর শনিবার ওই এলাকা থেকে আরও একটি বড় বাঙ্কার উদ্ধার করে বিএসএফ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন ঘটনাস্থলে যায় এনসিবি। পাশাপাশি বিএসএফও ফের ঘটনাস্থল পরিদর্শন করে ৷ কীভাবে ওই এলাকায় স্থায়ীভাবে এই বাঙ্কার তৈরি সম্ভব হল তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। এমন কাণ্ড কারা ঘটাল আর কারা তাদের কী কী ভাবে সাহায্য করল তা খুঁজে বের করার কাজ শুরু হয়েছে।