পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমল এনবিএসটিসি অস্থায়ীদের একাংশের বেতন, আদালতের দ্বারস্থ উত্তরবঙ্গ পরিবহণ দফতরের কর্মীরা - slashes salary of NBSTC staffs

NBSTC Slashes Salary: অর্থ দফতরের 'ভুল'। 16 মাস বর্ধিত বেতন মিলল এনবিএসটিসি অস্থায়ীদের ৷ বেতন কমতেই আদালতের দ্বারস্থ পরিবহণ দফতরের অস্থায়ী কর্মীদের একাংশ ৷

NBSTC Slashes Salary
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 10:06 PM IST

কলকাতা, 11 মার্চ:একধাক্কায় 2 হাজার টাকা বেতন কমেছে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের একাংশের অস্থায়ী কর্মীদের ৷ তারই প্রতিবাদে
এবার আদালতের দ্বারস্থ হলেন উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীদের একাংশ। কর্মীদের দাবি, গতবছর ঠিক পুজোর আগেই সাড়ে 15 হাজার টাকা থেকে বেতন কমিয়ে সাড়ে 13 হাজার টাকা করে দেওয়া হয়েছিল । একাধিক বার এ বিষয় রাজ্য পরিবহণ দফতরের কাছে দরবার করেও কোনও কাজই হয়নি । তাই অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন অস্থায়ী কর্মীরা ।

এই প্রসঙ্গেই, বাম শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়েজ ইউনিয়নের সভাপতি জগৎজ্যোতি দত্ত জানান, এর আগে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে ৷ তা সত্বেও কোনও কাজ হয়নি ৷ তাই বাধ্য হয়েই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন কর্মীরা । দ্রুত শুনানিও হতে পারে। বেতন বৃদ্ধি করার পর আবার বেতন কমিয়ে দেওয়া হয় কী করে সেই প্রশ্ন তুলেছেন তিনি ?

তিনি উল্লেখ করেন, অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেও পরিবহণ বিভাগের মাধ্যমেই নিয়োগ করা হয়। এদের বেতনের প্রায় 90 শতাংশ দেয় পরিবহণ বিভাগ।একজন মানুষ বর্ধিত বেতনেই তাঁর সংসার চালাতে গিয়ে নাজেহাল হয়ে যান । সেই পরিস্থতিতে আবারও হঠাৎ করে 2 হাজার টাকা কেটে নিলে সকলেই আর্থিকভাবে বিপাকে পড়বেন । এমনিতেই সাড়ে 13 হাজার টাকায় সংসার চালানো অসম্ভব । তিনি আরও জানান যে এদের উপরে নির্ভর করে পুরো বিভাগটা চলছে।

এই বিষয়ে উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, শুধুমাত্র এনবিএসটি-র ক্ষেত্রেই অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৷ এই নিয়ে পরিবহণ দফতরের অন্যান্য বিভাগ থেকে আপত্তি উঠেছিল । এরপর অর্থ বিভাগ এনবিএসটিসি-র কাছে সম্পূর্ণ বিষয়টি জানতে চায় ৷ সেই প্রশ্নের উত্তরেই সরকারের পক্ষ থেকে জানানো হয়, এনবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বরাত দেওয়া হয়েছিল । সেই সম্পর্কিত সকল তথ্য সবকিছু অর্থ দফতরের কাছে পাঠানো হয়েছিল । এরপর অর্থ দফতররে পক্ষ থেকে একটি নয়া নির্দেশিকা প্রকাশ করা হয় ৷ সেখানেই স্পষ্ট করে দেওয়া হয় যে একমাত্র সরকারি অস্থায়ী কর্মীদের জন্যেই এই বর্ধিত বেতন প্রযোজ্য হবে । এতদিন যে বেতন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীদের একাংশ পাচ্ছিলেন তা 'ভুল' করে যাচ্ছিল ৷

এরপরই পালটা আক্রমণ করেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়েজ ইউনিয়নের সভাপতি জগৎজ্যোতি দত্ত ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, " উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম আধা সরকারি ঠিকই, কিন্তু একবার বেতন বাড়িয়ে তারপর আবার বেতন কমিয়ে দেওয়া একেবারে অমানবিক। সরকার কি তাহলে এতদিন ঘুমোচ্ছিল ৷ এই কমাস বর্ধিত বেতন দেওয়া পর হঠাৎ করে মনে হল বেতন কমিয়ে দেওয়ার কথা ?"

প্রসঙ্গত, উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের শেষবার স্থায়ী কর্মী নিয়োগ হয়েছিল 1995 সালে । এরপর আবার 2008 সাল থেকে অস্থায়ী কর্মী নিয়োগ পক্রিয়া শুরু করা হয়েছিল । দীর্ঘদিন ধরে এই বেতন বৃদ্ধির পাশাপাশি অস্থায়ীদের কর্মীদের স্থায়ী করার দাবি জানাচ্ছেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের কর্মীরা ৷ মূলত তিন ভাবে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয় পরিবহণ নিগমে । প্রথম দু’টি হল বিভাগীয় অস্থায়ী কর্মী এবং তৃতীয়টি হল এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়া কর্মী । মোট 1800-র কাছাকাছি অস্থায়ী কর্মী বর্তমানে এনবিএসটি-র সঙ্গে যুক্ত।

আরও পড়ুন:

  1. অবশেষে রাজ্যে বাইক ট্যাক্সিতে মিলল বাণিজ্যিক স্বীকৃতি
  2. 31 মার্চ পর্যন্ত বাড়ল ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির জরিমানা মকুবের সময়সীমা
  3. শান্তিপুরে ধৃত ভুয়ো আরটিও অফিসার, গাড়ি আটকে টাকা তোলার অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details