কলকাতা, 11 মার্চ:একধাক্কায় 2 হাজার টাকা বেতন কমেছে উত্তরবঙ্গ পরিবহণ নিগমের একাংশের অস্থায়ী কর্মীদের ৷ তারই প্রতিবাদে
এবার আদালতের দ্বারস্থ হলেন উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীদের একাংশ। কর্মীদের দাবি, গতবছর ঠিক পুজোর আগেই সাড়ে 15 হাজার টাকা থেকে বেতন কমিয়ে সাড়ে 13 হাজার টাকা করে দেওয়া হয়েছিল । একাধিক বার এ বিষয় রাজ্য পরিবহণ দফতরের কাছে দরবার করেও কোনও কাজই হয়নি । তাই অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন অস্থায়ী কর্মীরা ।
এই প্রসঙ্গেই, বাম শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়েজ ইউনিয়নের সভাপতি জগৎজ্যোতি দত্ত জানান, এর আগে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে ৷ তা সত্বেও কোনও কাজ হয়নি ৷ তাই বাধ্য হয়েই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন কর্মীরা । দ্রুত শুনানিও হতে পারে। বেতন বৃদ্ধি করার পর আবার বেতন কমিয়ে দেওয়া হয় কী করে সেই প্রশ্ন তুলেছেন তিনি ?
তিনি উল্লেখ করেন, অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেও পরিবহণ বিভাগের মাধ্যমেই নিয়োগ করা হয়। এদের বেতনের প্রায় 90 শতাংশ দেয় পরিবহণ বিভাগ।একজন মানুষ বর্ধিত বেতনেই তাঁর সংসার চালাতে গিয়ে নাজেহাল হয়ে যান । সেই পরিস্থতিতে আবারও হঠাৎ করে 2 হাজার টাকা কেটে নিলে সকলেই আর্থিকভাবে বিপাকে পড়বেন । এমনিতেই সাড়ে 13 হাজার টাকায় সংসার চালানো অসম্ভব । তিনি আরও জানান যে এদের উপরে নির্ভর করে পুরো বিভাগটা চলছে।
এই বিষয়ে উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, শুধুমাত্র এনবিএসটি-র ক্ষেত্রেই অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৷ এই নিয়ে পরিবহণ দফতরের অন্যান্য বিভাগ থেকে আপত্তি উঠেছিল । এরপর অর্থ বিভাগ এনবিএসটিসি-র কাছে সম্পূর্ণ বিষয়টি জানতে চায় ৷ সেই প্রশ্নের উত্তরেই সরকারের পক্ষ থেকে জানানো হয়, এনবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বরাত দেওয়া হয়েছিল । সেই সম্পর্কিত সকল তথ্য সবকিছু অর্থ দফতরের কাছে পাঠানো হয়েছিল । এরপর অর্থ দফতররে পক্ষ থেকে একটি নয়া নির্দেশিকা প্রকাশ করা হয় ৷ সেখানেই স্পষ্ট করে দেওয়া হয় যে একমাত্র সরকারি অস্থায়ী কর্মীদের জন্যেই এই বর্ধিত বেতন প্রযোজ্য হবে । এতদিন যে বেতন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের অস্থায়ী কর্মীদের একাংশ পাচ্ছিলেন তা 'ভুল' করে যাচ্ছিল ৷