পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেশে প্রথম নদীর নীচে মেট্রো চলবে শহরে, মার্চের গোড়ায় উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি

Kolkata Metro: হুগলি নদীর নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর টানেল। সারা রাজ্যের সঙ্গে দেশও তাকিয়ে রয়েছে এই রুটে মেট্রোর চাকা গড়ানোর দিকে। মার্চের শুরুতে বঙ্গ সফরের মাঝেই ভার্চুয়ালি সেই রুট উদ্বোধনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 10:31 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: আগামী মাসেই উদ্বোধন হতে পারে কলকাতা মেট্রোর নয়া তিনটি রুটের। এরমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, হুগলি নদীর নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর টানেল। রাজ্যবাসীর সঙ্গে গোটা দেশ তাকিয়ে রয়েছে এই রুটে মেট্রোর চাকা গড়ানোর দিকে। কারণ, দেশের মধ্যে বাংলাতেই প্রথম নদীর নীচ দিয়ে দৌড়বে মেট্রো। বলা যায় ইতিহাস গড়তে চলেছে বাংলা।

আগামী 7 মার্চ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনে করা হচ্ছে ওই সফরেই হয়তো ভার্চুয়ালি তিনটি মেট্রো রুটের উদ্বোধন সেরে ফেলবেন নরেন্দ্র মোদি। এই তিনটি রুটের কাজও সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যেই। কোনও কোনও সূত্র মারফৎ খবর, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে পা দেওয়ার আগেরদিনই অর্থাৎ, 6 মার্চ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন হয়ে যাবে। সেই মতোই চলছে প্রস্তুতি।

মেট্রোর এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, "21 ফেব্রুয়ারি রেল বোর্ডের আধিকারিকরা এই তিনটি রুট পরিদর্শনে আসবেন। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো চালানোর ছাড়পত্র মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে। অন্যদিকে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত অংশের কাজ শেষ। ওই অংশের সিআরএস অনুমোদন মিলেছে। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত রুটেরও ছাড়পত্র এসে গেছে। ফলত এই তিনটি রুটে মেট্রো পরিষেবা চালু করায় এখন আর কোনও বাধা নেই।

অন্যদিকে আগামী 23 ও 24 ফেব্রুয়ারি গ্রিন লাইনে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সোমবার কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আগামী 23 ফেব্রুয়ারি অর্থাৎ, শুক্রবার এবং 24 ফেব্রুয়ারি অর্থাৎ, শনিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাক-আপ কন্ট্রোল সেন্টার থেকে অপারেশন কন্ট্রোল সেন্টারে সমস্ত ট্রেনের অপারেশন কন্ট্রোল সার্কিটকে স্থানান্তরিত করার কাজের জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

  1. সতর্কতার লক্ষ্মণরেখা হলুদ, অতিক্রম না-করার নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের
  2. শেষের পথে অপেক্ষা! দ্রুত তিনটি নতুন মেট্রো-রুট পেতে চলেছে কলকাতা
  3. পরিদর্শন সারলেন সেফটি কমিশনার, শীঘ্রই রেলের চাকা গড়াবে মেট্রোর তিনটি রুটে

ABOUT THE AUTHOR

...view details