পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিএএ লাগু হওয়ায় লাড্ডু বিতরণ করে উৎসব মুখর নমঃশূদ্ররা - NAMOSUDRO community celebrate caa

CAA in South Dinajpur: সিএএ লাগু হওয়ায় উচ্ছ্বাসে মাতলো নমঃশূদ্ররা ৷ মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আবির খেলে ৷ মিছিল শেষে লাড্ডু বিতরণ করেন তাঁরা ৷ নমঃশূদ্রদের এই মিছিলে উপস্থিত ছিলেন সুকান্ত মুজুমদার ৷

CAA in Dakshin Dinajpur
সিএ =এ লাগু হওয়ায় লাড্ডু বিতরণ করে উচ্ছ্বাস নমঃশূদ্রদের

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 10:48 PM IST

Updated : Mar 12, 2024, 10:58 PM IST

লাড্ডু বিতরণ করে উৎসব নমঃশূদ্রদের

বংশীহারি,12 মার্চ: সিএএ কার্যকর হওয়ায় পর উচ্ছ্বাসে মেতে উঠলেন দক্ষিণ দিনাজপুরের নমঃশূদ্র সম্প্রদায় ৷ মঙ্গলবার রীতিমতো আতস বাজী পুড়িয়ে এবং লাড্ডু বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন তাঁরা । নমঃশূদ্রদের এই উৎসব দাঁড়িয়ে থেকে উপভোগ করেন বালুরঘাটের লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার । ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ কার্যকর করার ঘোষণা হতেই বর্ণাঢ্য শোভাযাত্রা ও সভা হয় বুনিয়াদপুরে। এদিনই নমঃশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে বুনিয়াদপুর পীরতলায় জমায়েত হয়। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান সদস্যরা।

এদিনের সভায় উপস্থিত ছিলেন নমঃশূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হরষিত বিশ্বাস, রাজ্য সম্পাদক মানবেন্দ্র সরকার, মালদা জেলার সভাপতি জয়প্রকাশ বিশ্বাস, হরিরামপুর ব্লকের ব্লক সভাপতি রমেন হালদার-সহ জেলা নেতৃত্ব । এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । নমঃশূদ্র কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হরষিত বিশ্বাস বলেন, "নমঃশূদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে দীর্ঘদিন আমরা সিএএ লাগু করার জন্য আন্দোলন করেছি । আজ তার ফসল ঘরে তোলার পালা । লাড্ডু বিতরণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই।"

বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ইতিমধ্যেই ভোট প্রচার শুরু করেছেন ৷ এদিন প্রচার সভা থেকে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংবিধানের উপর নির্ভর করে শপথ নিয়েছেন । সংবিধানে উল্লেখ করা হয়েছে নাগরিকত্ব কারা পাবে ? কে পাবে না তার ঠিক করার অধিকার কেন্দ্র সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ - বিরোধিতা করা মানে সংবিধানকে অস্বীকার করা । তিনি যদি এগুলো না মানেন তাহলে ভারতীয় সেনাবাহিনী এসে সেই বিষয়টি বুঝে নেবেন।" সিএএ লাগু হওয়ায় নমঃশূদ্র, মতুয়ারা নাগরিকত্ব পাবে। বহুদিন ধরে এরা নাগরিকত্বের জন্য লড়াই করেছেন। অবশেষে তা পেতে চলেছেন ৷

2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে এমনটাই বলা হয়েছে সিএএ -তে। শিয়রে লোকসভা ভোট ৷ তার আগে সিএএ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল মোদি সরকার সেটাই ভোটের আগে করে দেখালো।

আরও পড়ুন:

  1. আচমকা বাতিল শিলিগুড়ির কর্মসূচি, কেন সফর কাটছাট করে তড়িঘড়ি কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী !
  2. পার্কসার্কাসে সিএএ বিরোধী আন্দোলনের ব্যানার-হর্ডিং খোলা, বিক্ষোভ বাধা পুলিশের
  3. সিএএ মুসলিম বিরোধী নয়, ব্যাখ্যা দিল অমিত শাহের মন্ত্রক
Last Updated : Mar 12, 2024, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details