কলকাতা, 23 ডিসেম্বর: আবাস যোজনায় জিরো টলারেন্সের নীতি রাজ্য সরকারের। দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস প্রকল্পের টাকা না-পাওয়ার পর এবার রাজ্য সরকার নিজের টাকায় বাংলার বাড়ি প্রকল্প নাম দিয়ে গরিব মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। কিন্তু এতেও যাতে কাটমানি সমস্যার কারণ না-হয় তা দেখবে প্রশাসন।
গত মঙ্গলবার নবান্ন থেকে এই প্রকল্পে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট 12 লক্ষ উপভোক্তার কাছে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 60 হাজার টাকা পৌঁছে যাওয়ার কথা। ইতিমধ্যেই যা জানা গিয়েছে বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গিয়েছে। আবাসের টাকা সরাসরি উপভোক্তারা হাতে পেলেও যাতে এর থেকে কেউ কোনও ঘুষ বা কাটমানি চাইতে না-পারে তার জন্য জেলাশাসকদের সতর্ক করা হয়েছে ৷ যাদের কাছে টাকা গিয়েছে তাদের কেউ যাতে তাদের ভয় দেখাতে না পারে তার জন্যও দরকারি ব্যবস্থা নিতে বলা হয়েছে।