স্বরূপনগর, 22 জুলাই: মুম্বইয়ে স্বামীকে খুন করে এরাজ্যে পালিয়ে আসার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ স্বামীকে খুনে অভিযুক্ত সেই মহিলাকে এবার স্বরূপনগরের তরণীপুর গ্রাম থেকে গ্রেফতার করল মুম্বইয়ের ভান্দুপ থানার পুলিশ ৷ ধৃত মহিলার নাম রোজিনা মণ্ডল ৷ আজ তাঁকে বারাসত মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখান থেকে ট্রানজিট রিমান্ডে ধৃত মহিলাকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর গ্রামে বাপের বাড়ি রোজিনার মণ্ডলের ৷ বছরখানেক আগে তিনি এবং তাঁর স্বামী জালাল মণ্ডল মুম্বইয়ের ভান্দুপে গিয়েছিলেন নির্মাণ কাজে ৷ জানা গিয়েছে, সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায়, মাঝে মধ্যেই অশান্তি হত ৷ সম্প্রতি সেই ঝামেলা চরম আকার ধারণ করেছিল ৷ অভিযোগ, দিন কয়েক আগে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলাকালীন, ভারী কোনও বস্তু দিয়ে জালালের মাথায় আঘাত করেন রোজিনা ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জালাল ৷ পরিস্থিতি বেগতিক বুঝে, সেখান থেকে চম্পট দেন মহিলা ৷