কলকাতা, 18 সেপ্টেম্বর: তৃণমূল বিধায়ককে খুনের মামলায় বেকসুর খালাস পেলেন মুকুল রায় ও জগন্নাথ সরকার ৷ এছাড়া আরও একজনকেও বেকসুর খালাস দেওয়া হয়েছে ৷ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় ও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে বেকসুর খালাস করেছে বিধাননগরের এমপিএমএলএ আদালত ৷ এই রায়ে খুশি নন নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের পরিবারের সদস্যরা ৷
2019 সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুন করার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় নাম জড়ায় মুকুল রায় ও জগন্নাথ সরকারের ৷ দু’জনেই তখন বিজেপি নেতা ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে জিতে জগন্নাথ সরকার রানাঘাটের সাংসদ হন ৷ আর মুকুল রায় 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনের বিধায়ক হন ৷ পরে অবশ্য তিনি তৃণমূলে যোগ দেন ৷
এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে নাম ছিল জগন্নাথ সরকার ও মুকুল রায়ের ৷ আরও একজন-সহ এই দু’জনকে বেকসুর খালাস করে দিয়েছে বিধাননগরের এমপিএমএলএ আদালত ৷ মুকুল রায় দীর্ঘদিন ধরে অসুস্থ ৷ ফলে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷ তবে রানাঘাটের সাংসদ বিজেপির জগন্নাথ সরকার এই নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন ৷