ওয়াকফ-বৈঠক বয়কট করছে তৃণমূল-সহ ইন্ডিয়া শিবির, প্রেসক্লাব থেকে ঘোষণা কল্যাণের
নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কাজ করছেন জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল। অমিত শাহকে খুশি করাই তাঁর লক্ষ্য। এমনই অভিযোগ তুলে বৈঠক বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের ৷
কলকাতা, 7 নভেম্বর: ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির পাঁচ রাজ্যের সফর বয়কট করছে তৃণমূল। কলকাতা প্রেসক্লাবে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন দলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। শুধু তৃণমূল কংগ্রেস নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের এই সিদ্ধান্তে সামিল হয়েছে ইন্ডিয়া শিবিরের বাকি দলগুলিও।
উপনির্বাচনের জন্য বৈঠক পিছিয়ে দেওয়ার দাবি করেছিলেন কমিটির কয়েকজন সাংসদ। সেই দাবি খারিজ হতেই এমন সিদ্ধান্ত। সাংবাদিক সম্মেলন করে কল্যাণ বন্দোপাধ্যায় জানিয়ে দেন, তড়িঘড়ি এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ ও নাদিমুল (ইটিভি ভারত)
দেশের স্বার্থে কাজ করছেন না জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুশি করতে চাইছেন তিনি। তাই অহেতুক তাড়াহুড়ো করছেন । কল্যাণের অভিযোগ , নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কাজ করছেন জেপিসি বা যৌথ পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান। বিরোধীদের কোনও কথাই সেখানে শোনা হচ্ছে না। সেই কারণে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির এই সকল বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তৃণমূল নয়, সমস্ত বিরোধী দল যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তৃণমূলের আইনজীবী-সাংসদের ৷
সরাসরি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, 13 নভেম্বর উপ-নির্বাচনের কথা জানিয়ে আগেই বৈঠক পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। প্রথম অবস্থায় তিনি এই বিষয়ে আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু হঠাৎ কোনও আলোচনা ছাড়াই তিনি দিন ঘোষণা করে দেন।
প্রসঙ্গত, 9 নভেম্বর থেকে আগামী 6 দিনের জন্য গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা, পটনা এবং লখনউ - পাঁচ রাজ্যে ওয়াকফের উপর জেপিসির বৈঠক ডাকা হয়েছিল । কল্যাণ বলেন, দীর্ঘ সময় মিটিংয়ের চাপ নেওয়া যাচ্ছে না। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত জেপিসির মিটিং ডাকা হচ্ছে । অথচ সেখানে ঘণ্টার পর ঘণ্টা বিরোধীদের বসিয়ে রেখেও কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি এও দাবি করেছেন, অধিকাংশ দিন মিটিংয়ে শাসকদলের সাংসদদের দেখাও পাওয়া যায় না । বিরোধীদলের সাংসদদের উপস্থিতি বাদ দিলে মিটিং এর জন্য কোরাম পর্যন্ত হয় না।
এর আগেও ওয়াকফ নিয়ে তৈরি যৌথ সংসদীয় কমিটিকে ঘিরে প্রবল বিবাদ হয়েছে । কমিটির একটি বৈঠক চলাকালীন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বচসা শুরু হয়। সে সময় নাকি কল্যাণ তাঁর সামনে রাখা কাচের বোতল ভেঙে সেটি চেয়ারম্যানের দিকে ছোড়েন। তবে সেটি কারও গায়ে লাগেনি । কিন্তু এমন আচরণের করায় কমিটি থেকে তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়।এবার ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির পাঁচ রাজ্যের সফর বয়কট করছে তৃণমূল।