মালদা, 13 ফেব্রুয়ারি: সদ্যোজাত সন্তানকে বিক্রির চেষ্টার অভিযোগে মাকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ এই খবর চাউর হতেই গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷
ধৃত মহিলার বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকায় ৷ তিনি পেশায় পরিযায়ী শ্রমিক ৷ বেশ কয়েকবছর ধরে স্বামীর সঙ্গে দিল্লিতে শ্রমিকের কাজ করতেন ৷ তাঁদের আগেই তিন সন্তান ছিল ৷ চতুর্থবারের জন্য গর্ভবতী হন ওই মহিলা ৷ সম্প্রতি স্বামী তাঁকে ছেড়ে অন্য এক মহিলাকে বিয়ে করেন ৷ তারপর থেকে তিনি প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় স্ত্রীর কাছেই থাকতে শুরু করেন ৷ যাওয়ার সময় তিনি একমাত্র কন্যাসন্তানকে নিজের সঙ্গে নিয়ে যান ৷ বাকি দুই পুত্রসন্তান মায়ের কাছেই থাকত ৷ 13 দিন আগে দিল্লির একটি সরকারি হাসপাতালে চতুর্থ সন্তান প্রসব করেন ওই মহিলা ৷ এবারও তাঁর পুত্রসন্তান হয় ৷ দিল্লির মতো জায়গায় একা কাজ করে কীভাবে তিন ছেলেকে মানুষ করবেন, সেই চিন্তায় অস্থির হয়ে ওঠেন তিনি ৷
অবশেষে তিনি বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন ৷ শেষ পর্যন্ত দিল্লি থেকে বাড়ির উদ্দেশে ট্রেনে রওনা দেন তিনি ৷ ওই ট্রেনেই তাঁর সঙ্গে পরিচয় হয় চাঁচলের একটি গ্রামের এক পরিযায়ী শ্রমিক দম্পতির ৷ নিজেদের মধ্যে কথাবার্তার পর মহিলা জানতে পারেন, ওই দম্পতি নিঃসন্তান ৷ তা জানতে পেরেই তিনি ওই দম্পতির কাছে তাঁর সদ্যোজাত পুত্রসন্তানকে তুলে দেওয়ার কথা বলেন ৷ নিঃসন্তান ওই দম্পতিও যেন হাতে আকাশের চাঁদ পান ৷ তাঁরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান ৷ শেষ পর্যন্ত ওই মহিলা ডালখোলা না গিয়ে ওই দম্পতির সঙ্গে তাঁদের চাঁচলের গ্রামের বাড়িতে চলে আসেন ৷