পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষা ছাড়াই স্কুল সার্ভিস কমিশনে সাতশোর বেশি শিক্ষক নিয়োগ

Calcutta High Court: জিটিএ এলাকায় 700-র বেশি শিক্ষক নিয়োগ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই ৷ বেআইনি নিয়োগের ব্যাপারে চিঠি দিয়ে শিক্ষা দফতরে জানিয়েছেন জিটিএর বিভাগীয় সেক্রেটারি তাপস কুমার বাগচি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 6:28 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: পাহাড় (জিটিএ) এলাকায় বেআইনি নিয়োগ নিয়ে মামলা। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হয়েছে 700 জনের বেশি শিক্ষক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে দাবি রাজ্যের ৷ বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, "এই নিয়োগে রাজ্যের মন্ত্রী পাহাড়ের জনপ্রিয় নেতা বিনয় তামাংয়ের নাম উঠে আসছে। বিষয়টি গুরুত্ব দিতেই হবে।" সোমবার শুনানি হবে এই মামলার।

বেআইনি নিয়োগের দাবিতে জশিমুদ্দিন নামে এক ব্যাক্তি-সহ আরও কয়েকজন মামলা দায়ের করে ছিলেন হাইকোর্টে।অভিযোগ, স্কুলে শিক্ষক নিয়োগ হয় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ভিত্তিতে। কিন্তু কোনও পরীক্ষা না নিয়েই নিয়োগ করা হয়েছে । আদালতে মামলা দায়ের করেছিলেন ৷ মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন,"পাহাড় এলাকায় প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে । এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছন ৷ সেই তদন্তে রাজ্য যেন হস্তক্ষেপ করতে না পারে ৷ আসল সত্য যেন প্রকাশ পায় ৷ যোগ্যরা চাকরি পায় ।" তিনি আরও জানান, তাপস কুমার বাগচি জিটিএর বিভাগীয় সেক্রেটারি ৷ বেআইনি নিয়োগের ব্যাপারে চিঠি দিয়ে শিক্ষা দফতরে তিনি জানিয়েছেন ৷

এই প্রসঙ্গেই রাজ্যের আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যের অনুমতিতেই 313 জনের নিয়োগ হয়েছে । এছাড়া আগেই 439 জনের নিয়োগের অনুমতি দিয়েছিল রাজ্য । যখন নিয়োগ হয় সেই সময় আঞ্চলিক কমিশন কার্যকর ছিলো না ৷ একটা অনুসন্ধান কমিটি ইতিমধ্যেই তৈরি করেছি এই বিষয় খতিয়ে দেখতে ।" তখন বিচারপতি বলেন," এই মামলায় মন্ত্রী এবং বিনয় তামাং-এর নাম জড়িয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ মামলা । সোমবার দুপুর 2টোর সময় শুনানি হবে এই মামলার।"

উল্লেখ্য, এর আগে অন্য একটি মামলার সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়ে জিটিএ এলাকায় বেয়াআইনি নিয়োগের বিষয়টি জানিয়েছিলেন। আজকের এই মামলার সঙ্গে ঐ চিঠির বিষয়টিও শুনানি করা হবে বলে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

আরও পডু়ন:

  1. প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022: বিএড-ডিএলএড থাকা প্রার্থীদের জন্য প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের
  2. নরেন্দ্রপুরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর হামলা, অভিযুক্ত প্রধান শিক্ষকের স্কুলে ঢোকা বন্ধ করল হাইকোর্ট
  3. হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটেও এবার শাসকের চোখ রাঙানির অভিযোগ, ক্ষুব্ধ বিচারপতি

ABOUT THE AUTHOR

...view details