কলকাতা, 10 ফেব্রুয়ারি: পাহাড় (জিটিএ) এলাকায় বেআইনি নিয়োগ নিয়ে মামলা। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হয়েছে 700 জনের বেশি শিক্ষক। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে দাবি রাজ্যের ৷ বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, "এই নিয়োগে রাজ্যের মন্ত্রী পাহাড়ের জনপ্রিয় নেতা বিনয় তামাংয়ের নাম উঠে আসছে। বিষয়টি গুরুত্ব দিতেই হবে।" সোমবার শুনানি হবে এই মামলার।
বেআইনি নিয়োগের দাবিতে জশিমুদ্দিন নামে এক ব্যাক্তি-সহ আরও কয়েকজন মামলা দায়ের করে ছিলেন হাইকোর্টে।অভিযোগ, স্কুলে শিক্ষক নিয়োগ হয় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ভিত্তিতে। কিন্তু কোনও পরীক্ষা না নিয়েই নিয়োগ করা হয়েছে । আদালতে মামলা দায়ের করেছিলেন ৷ মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন,"পাহাড় এলাকায় প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে । এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছন ৷ সেই তদন্তে রাজ্য যেন হস্তক্ষেপ করতে না পারে ৷ আসল সত্য যেন প্রকাশ পায় ৷ যোগ্যরা চাকরি পায় ।" তিনি আরও জানান, তাপস কুমার বাগচি জিটিএর বিভাগীয় সেক্রেটারি ৷ বেআইনি নিয়োগের ব্যাপারে চিঠি দিয়ে শিক্ষা দফতরে তিনি জানিয়েছেন ৷