কলকাতা, 25 জুন:কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালে মঙ্গলবার সকাল পর্যন্ত আবেদন জমা পড়ল প্রায় 3 লক্ষ। কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় অভিন্ন পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এ রাজ্যেও। শিক্ষাদফতর সূত্রে খবর, এ পর্যন্ত 90 হাজারের বেশি ছাত্রছাত্রী রেজিস্টার করেছেন এই পোর্টালে। আবেদনকারী সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে ৷ আগামিদিনে এই আবেদন সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে শিক্ষা দফতর। এই পোর্টাল অনুযায়ী আসন সংখ্যা আছে 9 লক্ষ 46 হাজার। আবেদন করার সময়সীমা 7 জুলাই পর্যন্ত।
রবিবার রাত 12টা থেকে চালু হয়েছে কেন্দ্রের অভিন্ন এই অ্যাডমিশন পোর্টালে আবেদন প্রক্রিয়া। যে পোর্টাল থেকে একজন পড়ুয়া 25টি (কোর্স এবং কলেজ মিলিয়ে) আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য কোনও মূল্য লাগবে না । কলেজে ভর্তির আবেদন করার প্রক্রিয়াতে প্রথমে banglaruchchashiksha.wb.gov.in বা wbsche.wb.gov.in এ যেতে হবে। সেখানে "Centralised Admission Portal" ট্যাবটি ক্লিক করতে হবে। অথবা সরাসরি wbcap.in এ যেতে হবে। সেখানে একটি ফর্ম পূরণ করে পড়ুয়াদের একটি আইডেন্টিটি নম্বর তৈরি করতে হবে।