দক্ষিণ 24 পরগনা, 16 অগস্ট: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই ও তাদের ছাত্র সংগঠন এআইডিএসও-র ডাকে আজ 12 ঘণ্টার ধর্মঘট বাংলা জুড়ে ৷ শুক্রবার সকাল থেকে এই ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনায় ৷ সকালে দিকে শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কিছু জায়গায় রেল অবরোধের শামিল হন বনধ সমর্থকরা ৷ পাশাপাশি, জয়নগর ও দক্ষিণ বারাসাতে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের বচসাও হয় ৷
আজ সকালে শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর, ডায়মন্ডহারবার সেকশনে বেশ কয়েক জায়গায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা ৷ কিন্তু, সেই রেল অবরোধ দীর্ঘক্ষণ চলেনি ৷ কিছুক্ষণের মধ্যে বনধ সমর্থকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় রেল পুলিশ ৷ অন্যদিকে, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবার, জয়নগর, বারুইপুর কুলতলি, মথুরাপুর, রায়দিঘি ও গঙ্গাসাগর এলাকায় বনধের মিশ্র প্রভাব পড়েছে ৷ কয়েকটি জায়গায় দোকানপাট বন্ধ রয়েছে ৷ আবার কোথাও কোথাও দোকানপাট আংশিক খোলা ছিল ৷
শুক্রবার সকালে জয়নগরের বহুড়ু ও দক্ষিণ বারাসাতের কুলপি রোড-সহ বেশ কিছু জায়গায় অবরোধ করে বিক্ষোভ দেখান এসইউসিআই সমর্থকরা ৷ এই অবরোধ বেশ কয়েক ঘণ্টা ধরে চলে ৷ অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ ৷ সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় বনধ সমর্থকদের ৷ এরপর বেলা গড়াতেই অবরোধ উঠে যায় ৷ অন্যদিকে, ডায়মন্ডহারবারে বনধকে সমর্থক না করার জন্য, সকালে তৃণমূল মিছিল করে ৷
ধর্মঘটের সমর্থনে দিব্যেন্দু মুখোপাধ্যায় নামে এসইউসিআই-এর এক কর্মী বলেন, "আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের আড়াল করা হচ্ছে । তড়িঘড়ি সেমিনার রুম সংস্কারের নাম করে ভেঙে দেওয়া হচ্ছে ৷ অন্যদিকে, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে, দুষ্কৃতী তাণ্ডব চালানো হয়েছে আরজি কর হাসপাতালে ৷ সম্পূর্ণটাই পরিকল্পনামাফিক ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবি দিয়ে আমাদের এই আন্দোলন ৷ সকাল থেকে চারিদিকে আমরা সমর্থন পাচ্ছি ৷ মানুষের মনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে ৷"
হাওড়ায় ধর্মঘটের প্রভাব শূন্য
তবে, এসইউসিআই-এর ডাকা 12 ঘণ্টার ধর্মঘটে তেমন সাড়াই পড়ল না হাওড়া জেলায় ৷ প্রশাসনিক নির্দেশিকা মেনে নবান্ন থেকে বিভিন্ন সরকারি দফতরে সময়ের মধ্যেই কর্মচারীরা উপস্থিত হলেন ৷ রাস্তাঘাটে লোকজনের চলাচলও ছিল স্বাভাবিক ৷ যানবাহন চলাচলের ক্ষেত্রেও কোনও সমস্যা হয়নি হাওড়া জেলায় ৷ তবে, শিবপুর বিই কলেজের সামনে, জয় হিন্দ বাজার ও কালীবাবু বাজারে এসইউসিআই কর্মীদের রাস্তায় দেখা যায় ধর্মঘটের সমর্থনে মাইকিং করতে ৷ কিন্তু, তারপরেও কোনও সাড়া মেলেনি ৷