হাওড়া, 16 মে:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে মুসলিমদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করলেন অভিনেতা ৷ তিনি বৃহস্পতিবার হাওড়ার বেগড়ি এলাকার এক জনসভা থেকে বলেন, "যাঁদের নাগরিকত্ব নেই তাঁদেরকে দেওয়ার আইন এটা। যাঁরা নাগরিক নন তাঁরা এখন নাগরিক হয়ে যান। জীবনে সমস্যা মিটে যাবে। আর ওঁর (মমতা বন্দ্যোপাধ্য়ায়) কথা শুনলে সারাজীবন ভুগতে হবে।"
এছাড়াও মমতাকে কটাক্ষ করে মিঠুন বলেন, "বিজেপি 10 বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে আছে, সেখানে কিছু শেষ হয়নি। শুধু এই রাজ্যের ক্ষতি হচ্ছে।" এছাড়াও মিঠুন দাবি করেন, নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গিয়েছে, এবার সব মিথ্যা ধরা পড়ে যাবে। পাশাপাশি বিরোধী জোট ভোটে জিতে আসার দাবিকে কটাক্ষ করে মিঠুন বলেন, "যদি উনি নিশ্চিত থাকেন, তাহলে উনি হোলি খেলুন, আনন্দে মাতুন। তারপরে যখন বিজেপি জিতে আসবে তখন উনি কী করবেন?