পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডার্ক ওয়েবে ছবি ভাইরালের হুমকি ! সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পীকে প্রতারণার অভিযোগ - Fraud With Singer Sunidhi Nayak - FRAUD WITH SINGER SUNIDHI NAYAK

Fraud With Singer Sunidhi Nayak: সিবিআই পরিচয় দিয়ে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের সঙ্গে লক্ষাধিক টাকার প্রতারণা ৷ এমনকি শিল্পী এবং তাঁর বাবাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে বোলপুর সাইবার শাখার গোয়েন্দারা ৷

Fraud With Singer Sunidhi Nayak
সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পী সুনিধি নায়েককে প্রতারণার অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 3:38 PM IST

Updated : Sep 13, 2024, 5:24 PM IST

বোলপুর, 13 সেপ্টেম্বর: তিনি নাকি আর্থিক তছরুপের সঙ্গে জড়িত ৷ এমনকি সেই তছরুপের প্রমাণ রয়েছে হায়দরাবাদ সিবিআই-এর আধিকারিকদের হাতে ৷ আর তাই এসবের থেকে বাঁচতে, দিতে হবে মূল্য ৷ আর তা না-হলে খোয়াতে হবে প্রাণ ! এমনই হুমকি দিয়ে ফোন এসেছিল বিশ্বভারতীর প্রাক্তনী তথা প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের কাছে ৷ আর কথা না-শুনলে শিল্পী এবং তাঁর বাবাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় ৷ সঙ্গে ডার্ক ওয়েবে ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো ভাইরাল করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ৷

সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পী সুনিধি নায়েককে প্রতারণার অভিযোগ ৷ (ইটিভি ভারত)

আর এভাবেই সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পী সুনিধির থেকে 5 লাখ 39 হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে, শান্তিনিকেতনের পূর্বপল্লীতে ৷ এখানেই একটি ভাড়া বাড়িতে থাকেন শিল্পী সুনিধি নায়েক ৷ এই ঘটনায় গত বুধবার প্রথমে শান্তিনিকেতন থানা ও পরবর্তীতে শান্তিনিকেতন সাইবার শাখায় লিখিত অভিযোগ দায়ের করিয়েছেন তিনি ৷ ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, তাঁকে ভয় দেখিয়ে ও মানসিকভাবে নির্যাতন করে প্রতারকরা ৷ তাঁকে ভয় দেখিয়ে 'হাউস অ্যারেস্ট' করা হয়েছিল ৷

তিনি বলেন, "ওইদিন আমি বাড়িতে একাই ছিলাম ৷ আমাকে ফোন করে বলা হয়, হায়দরাবাদ সিবিআই থেকে বলছে ৷ আমি আর্থিক তছরুপের সঙ্গে জড়িত ৷ আর সেটা হয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৷ তার প্রমাণ তাদের কাছে আছে ৷ এমনভাবে আমাকে ভয় দেখানো হয় ৷ এমনকি আমার ব্যক্তিগত তথ্য ওদের কাছে ছিল ৷ যা কারও জানার কথা নয় ৷ যেমন- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত নথিপত্র ৷"

আরও ভয়াবহ অভিযোগ করেছেন শিল্পী ৷ তিনি বলেন, "ওরা আমার ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো ডার্ক ওয়েবে ভাইরাল করার হুমকি দিয়েছিল ৷ এমনকি আমার বাড়ির বাইরে নাকি দু’জন সিবিআই অফিসার রয়েছে ৷ আর আমার বাবার বাড়ির বাইরেও দু’জনকে মোতায়েন করেছে ৷ আর আমি কিছু করার চেষ্টা করলে, আমাকে আর আমার বাবাকে মেরে ফেলবে ৷ আমি জানি না, কেন অতটা ভয় পেলাম ৷ কিন্তু, ভয়ের কারণে আমি বাড়ি থেকে বেরতে পারিনি ৷"

তিনি জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে একাধিকবার ওই শিল্পীকে ফোন করে সিবিআই পরিচয় দেওয়া প্রতারকরা ৷ হুমকি দিয়ে শিল্পীর কাছ থেকে 5 লাখ 39 হাজার টাকা হাতিয়ে নেয় ৷ পরের দিনও আতঙ্কে বাড়ি থেকে বেরতে পারেননি সুনিধি ৷ পরে তিনি একটু বন্ধুদের বিষয়টি ফোনে জানান ৷ তাঁদের পরামর্শেই প্রথমে শান্তিনিকেতন থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ৷ সেখান থেকে সাইবার সেলে অভিযোগ দায়ের হয় ৷ কিন্তু, শান্তিনিকেতন থানা এবং এসডিপিও অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন একটি ঘটনা, চাঞ্চল্য তৈরি করেছে ৷

Last Updated : Sep 13, 2024, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details