গাইঘাটা, 14 নভেম্বর: জন্মদিনের পার্টিতে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় অষ্টম শ্রেণির নাবালিকাকে একাধিকবার ধর্ষণ ৷ অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । ফের ঘটনাস্থল উত্তর 24 পরগনার গাইঘাটা থানার এলাকা । জানা গিয়েছে, 10 নভেম্বর ঘটনাটি ঘটেছে ৷ বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ।
অভিযোগ পেয়েই ওই যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ । প্রসঙ্গত, চলতি মাসের 2 তারিখে গাইঘাটা থানার দশম শ্রেণির পড়ুয়াকে পড়তে যাওয়ার সময় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে । সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷
নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা নাগাদ অভিযুক্ত তার বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য ওই নাবালিকাকে ফোন করে । অভিযোগ, যুবক তার বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে মদ্যপান করায়। মেয়েটি অচৈতন্য হয়ে পড়লে তাকে একাধিকবার ধর্ষণ করে । নির্যাতিতাকে হুমকি দেয়, ঘটনার কথা কাউকে জানাকে তাকে এবং তার মাকে মেরে ফেলবে সে । সেই ভয়ে নির্যাতিতা পরিবারকে কিছুই জানায়নি । শেষপর্যন্ত বুধবার দুপুরে ঘটনার কথা জানায় তার পরিবারকে । বিষয়টি জানতে পেরে বুধবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা ।