খড়গপুর, 6 অক্টোবর: নাবালকের মৃতদেহ উদ্ধার ঘুরে চাঞ্চল্য । গ্রেফতার নাবালকের দিদি ও প্রেমিক । শনিবার খড়গপুরের 18 নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার একটি মন্দির সংলগ্ন পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার হয় । তদন্তে নেমে খড়গপুর টাউন থানার পুলিশ দিদি নাবালকের দিদি লিজা সিং ও তার প্রেমিক সোনু কুমারকে গ্রেফতার করে । পাশাপাশি বয়ানে অসঙ্গতি থাকায় নাবালকের মা’কেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
জানা গিয়েছে, বছরখানেক আগে মৃত্যু হয়েছে ওই নাবালকের বাবা রাজু সিংয়ের । রাজু ছিলেন পেশায় রেলকর্মী । মাসখানেক আগেই তাঁর সেই চাকরি পেয়েছে মেয়ে লিজা সিং ৷ এদিকে গত শুক্রবার সন্ধ্যায় ওই নাবালকের মা দিজিয়া দেবী পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানায় নিখোঁজ ডায়েরি করে অভিযোগ করেন ।
অভিযোগ, বছর দশকের ওই নাবালককে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । অভিযোগ পেয়ে খড়গপুর পুলিশ তদন্ত শুরু করে । শনিবার দুপুরে দিজিয়াদের কোয়ার্টারের উল্টো দিকের পরিত্যক্ত একটি কোয়ার্টারে দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নাবালকের দেহ উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমাণ, অন্তত 48 ঘণ্টা আগে খুন করা হয়েছে ওই নাবালককে । সে ক্ষেত্রে মাত্র 24 ঘণ্টা আগে বা শুক্রবার সন্ধ্যা নাগাদ কেন নিখোঁজ ডায়েরি করা হল, তা নিয়েই পুলিশের মনে সন্দেহ জাগে ।