আলিপুরদুয়ার, 12 এপ্রিল: তিনি কিছুই করেন না ৷ রেভোলিউশনারি সোশালিস্ট পার্টি বা আরএসপি প্রার্থী একজন গৃহবধূ ৷ এদিকে সম্পত্তির পরিমাণ অবাক করার মতোই ৷ সম্পত্তির নিরিখে কেন্দ্রের তৃণমূল-বিজেপিকে হারিয়ে দিলেন আরএসপির মিলি ওড়াও ৷ 19 এপ্রিল এই কেন্দ্রে ভোট ৷
2024 সালের লোকসভা ভোটে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল, বিজেপি এবং আরএসপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ কত ? সম্পত্তির নিরিখে কে কাকে টেক্কা দিল, তার খোঁজ নিল ইটিভি ভারত ৷ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, তৃণমূলের প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে লড়ছেন আরএসপি-র মিলি ওড়াও ৷
বিজেপি ও আরএসপি প্রার্থীর তুলনায় সম্পত্তির নিরিখে অনেকটাই পিছিয়ে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক ৷ এদিকে আলিপুরদুয়ারে যথেষ্টই ধনী প্রার্থী আরএসপি-র মিলি ৷ উত্তরবঙ্গে প্রার্থী হলেও তিনি থাকেন কলকাতার গড়িয়াহাটে ৷ তাঁর আরও একটি পরিচয়, মিলি প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আরএসপি সাংসদ মনোহর তির্কীর মেয়ে ৷
2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী