পশ্চিমবঙ্গ

west bengal

সরস্বতী পুজোর দিন মেট্রোয় চড়ার পরিকল্পনা, পরিষেবা বাড়ছে না কমছে; মাথায় রাখুন সময়সূচি

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 5:08 PM IST

Metro Service on Saraswati Puja: 14 তারিখ সরস্বতী পুজো ৷ অঞ্জলি দিয়েই বেরিয়ে পড়া বন্ধু-বান্ধবদের সঙ্গে ৷ আবার ওই দিন ভ্যালেন্টাইনস ডে ৷ ফলে দিনের গুরুত্ব আরও বেড়ে যায় ৷ এই দিন মেট্রোয় চড়ার পরিকল্পনা করছেন? তাহলে সময়সূচি মাথায় রাখুন ৷

Etv Bharat
মেট্রো পরিষেবা

কলকাতা, 9 ফেব্রুয়ারি: 14 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার একই দিনে পড়েছে সরস্বতী পুজো ও ইংরেজি প্রেমের দিবস ভ্যালেন্টাইন্স ডে। বিশেষ এই দিনে বন্ধু-বান্ধব বা প্রিয়জনের সঙ্গে বেড়াতে যেতে অনেক সময় ভরসা হয় মেট্রো ৷ ওইদিন কেমন থাকবে সেই পরিষেবাা জানাল মেট্রো কর্তৃপক্ষ ৷

জানানো হয়েছে যেহেতু ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-কাছারি সবই বন্ধ থাকবে তাই নর্থ-সাউথ করিডোরে স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকবে মেট্রো পরিষেবা। শুক্রবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে এমনটাই । সরস্বতী পুজোর দিন ব্লু লাইনে কমছে মেট্রো পরিষেবা ৷ তবে প্রথম পরিষেবার সময় থাকছে অপরিবর্তিত ৷

একদিকে প্রেমের দিবস অন্যদিকে বাগদেবীর আরাধনা। এইদিন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল সকাল পুজো সেরে সেজেগুজে ইতি উতি বেড়াতে বেরিয়ে পড়বে কচিকাঁচা থেকে যুবক-যুবতীরা। তাই ওইদিন ব্লু লাইনে মেট্রোর সংখ্যা কম করা হলেও পরিষেবা থাকছে সকাল 6.50 মিনিট থেকেই। শেষ পরিষেবার সময় 10.35 মিনিট। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সারা দিনে চলবে মোট 234টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 117টি আপ ও 117টি ডাউন পরিষেবা থাকছে।

ওই দিন দিনের প্রথম পরিষেবা:

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে 06:50 মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:50 মিনিটে।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময়।

ওই দিন দিনের শেষ পরিষেবা:

  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে।
  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.30 মিনিটে।
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:40 মিনিটে।
  • কবি সুভাষ থেকে দমদম স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:40 মিনিটে।

ABOUT THE AUTHOR

...view details