পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাজ প্রায় শেষ, চালু হচ্ছে নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট মেট্রো পরিষেবা ! - Kolkata Metro Rail

Kolkata Metro Rail: শহরবাসীর কথা মাথায় রেখে একের পর এক রুট সম্প্রসারণ করে সেগুলিকে যাত্রী পরিবহণের জন্য খুলে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ চালু হয়েছে বহু প্রতিক্ষিত এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রো ৷ এবারনোয়াপাড়া থেকে বারাসত মেট্রো করিডর অর্থাৎ ইয়েলো লাইনের পরিষেবা পেতে চলেছেন রাজ্যবাসী ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 4:08 PM IST

আরও এক নতুন রুট পাচ্ছে কলকাতা

কলকাতা, 27 মার্চ: বহু অপেক্ষার পর দেশের প্রথম জলের তলার মেট্রো পেয়েছে কলকাতা ৷ এবার খুব শীঘ্রই নোয়াপাড়া থেকে বারাসত মেট্রো করিডর অর্থাৎ ইয়েলো লাইনের পরিষেবা মিলতে চলেছে ৷ সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই চালু হয়ে যাবে নোয়াপাড়া-দমদম ক্যান্টনমেন্ট মেট্রো পরিষেবা ৷

শহরবাসীর কথা মাথায় রেখে একের পর এক রুট সম্প্রসারণ করে সেগুলিকে যাত্রী পরিবহণের জন্য খুলে দিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ চালু হয়েছে বহু প্রতিক্ষিত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো ৷ কথা ছিল, ঠিকঠাক কাজ এগোলে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালানো হবে মেট্রো। তবে এই রুটে কাজের অগ্রগতির ক্ষেত্রে বারে বারে বাঁধ সেজেছে জমি সংক্রান্ত সমস্য়া। এই বিষয়টি স্বীকারও করে নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই আপাতত নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইয়েলো লাইন অর্থাৎ কলকাতা মেট্রো নেটওয়ার্কের চতুর্থ রুটে ট্র্যাক পাতা হয়ে গিয়েছে আগেই ৷ গত 4 মার্চ এই রুটে ট্র্যাকের কাজ শেষ হওয়ার পর প্রথমবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রোর রেক চালিয়ে পরীক্ষা হয়। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন পর্যন্ত দূরত্ব 3 কিলোমিটার। অন্যদিকে, নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দূরত্ব 6.5 কিমি। সম্প্রতি 3 কিলোমিটারের এই ট্র্যাকে স্পিড ট্রায়াল সম্পন্ন করে মেট্রো কর্তৃপক্ষ ৷ একটি মেধা রেক দিয়েই করা হয় স্পিড ট্রায়াল। স্পিড ট্রায়ালের সময় প্রতি ঘন্টায় 73 কিলোমিটার বেগে চালানো হয় মেট্রো।

মেট্রো কতৃপক্ষ জানিয়েছে, সফলভাবেই শেষ হয়েছে স্পিড ট্রায়াল। তবে কিছু কিছু জায়গায় আরও কিছু উন্নতি এবং কাজের প্রয়োজন রয়েছে ৷ আপাতত সেই কাজগুলি হচ্ছে। আরও কয়েকবার চলবে এই স্পিড ট্রায়াল। প্রতিবার ধাপে ধাপে আরও উন্নত করা হবে এই রুট। যদিও স্টেশনগুলোর ভেতরের ও বাইরের কাজ প্রায় শেষ। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে দুটি প্লাটফর্ম, একাধিক টিকিট কাউন্টার, শৌচাগার, ফার্স্ট-এড রুম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড। এছাড়াও রয়েছে 6টি চলমান সিঁড়ি, 3টি লিফট, 7টি সিঁড়ি, 16 টি অটোমেটেড ফেয়ার কালেকশন বা এএফসি গেট।

অন্যদিকে, চলতি সপ্তাহে পর পর দুদিন বন্ধ থাকবে মেট্রোর অরেঞ্জ লাইনের পরিষেবা। বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী 28 ও 29 মার্চ অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। পরিদর্শনের কাজের জন্য এই রুটে বাণিজ্যিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সল্টলেকে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চিকিৎসকের, সুইসাইড নোটে স্বীকারোক্তি

ভোটের আগে নারদা কাণ্ডে ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় তলব সিবিআইয়ের

রাস্তা-জল-আলো সবই আছে বারাসতে! কী বলছে কাকলি ঘোষ দস্তিদারের রিপোর্ট ?

ABOUT THE AUTHOR

...view details